বার্সেলোনাতেই পড়ে আছে মেসির মন?
লিওনেল মেসি যে ক্লাব ফুটবল উপভোগ করছেন না, সেটি স্পষ্ট। আর্জেন্টিনার সতীর্থদের সঙ্গে মিলিত হওয়ার পর মেসির যে রূপ দেখা তা পিএসজির হয়ে খেলার সময় একেবারেই অনুপস্থিত। চুক্তি নবায়ন নিয়ে জলঘোলা হচ্ছে বেশ কদিন ধরেই। সবকিছু মিলিয়ে পিএসজিতে মেসি অশান্তিতেই আছেন বলা চলে।
বার্সেলোনায় ফেরার ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেটিই মেসির মনে গেড়ে বসে তার মনোযোগ বিঘ্নিত করছে কিনা সেই প্রশ্ন উঠেছে।
ঘরের মাঠে লরিয়েন্তের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে পিএসজি। যেখানে লিওনেল মেসিকে খুঁজেই পাওয়া যায় নি। মাঠে তার নড়াচড়াও ছিলো না স্বাভাবিক। দেখে মনে হচ্ছিল নিজের মধ্যে নেই তিনি।
পিএসজির সঙ্গে মেসির চুক্তি নবায়ন এখনো না হওয়ার কারণ বেতন নিয়ে বনিবনা না হওয়া। মেসির দাবি করা বেতন দিতে রাজি নয় পিএসজি। অপরদিকে মেসিকে দলে নিতে বছরে চার হাজার কোটি টাকা দিতেও রাজি সৌদি আরবের ক্লাব আল-হিলাল। কিন্তু মেসি থাকতে চান ইউরোপেই।
সেক্ষেত্রে বার্সেলোনাই হতে পারে মেসির গন্তব্য। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চায় বার্সাও। দলের কোচ জাভি বেশ কয়েকবারই মেসিকে ফিরিয়ে আনার কথা বলেছেন। বার্সা সমর্থকরাও ঘরের মাঠে গত কয়েকটি ম্যাচের দশ মিনিটের সময় 'মেসি, মেসি' ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন ন্যু ক্যাম্পের আকাশ-বাতাস।
এসব দেখেই হয়তো অস্থিরতা বিরাজ করছে মেসির মনে। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে সবকিছু অর্জন করা শেষ তার। কিন্তু তবুও নিজের ক্যারিয়ারের শেষটা নিশ্চয়ই উপভোগ না করে বিদায় বলতে চান না মেসি। তাই ক্লাব ফুটবল আবারো উপভোগ করতে মেসির বার্সায় ফেরা ছাড়া সম্ভবত আর কোনো পথ খোলা নেই।