নয় বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
নয় বছর পর স্পেনের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা দেল রের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা নিয়মমাফিক ব্যাপার হলেও কোপা দেল রের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের জন বিষয়টি প্রযোজ্য নয়। ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কার্লো আনচেলত্তির দল।
এবার নিয়ে ২০তম বারের মতো চ্যাম্পিয়ন হলো লস ব্লাঙ্কোসরা। এই টুর্নামেন্টটি সর্বোচ্চ ৩১ বার জিতেছে বার্সেলোনা। সেইসঙ্গে মৌসুমের প্রথম শিরোপাও নিশ্চিত করলেন বেনজেমা-রদ্রিগোরা।
ফাইনালে রিয়ালের জয়ের নায়ক দুই ব্রাজিলিয়ান। রদ্রিগো করেছেন রিয়ালের দুটি গোলই, দুর্দান্ত খেলেছেন ভিনিশিয়ুস জুনিয়র। দুটি গোলই বানিয়ে দিয়েছেন রদ্রিগোকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচে রিয়ালের একাদশে লুকা মদ্রিচকে রাখেননি কার্লো আনচেলত্তি। কিন্তু তাতেও জিততে অসুবিধা হয়নি রিয়ালের।
যদিও প্রতিপক্ষ ওসাসুনা ঘাম ছুটিয়ে ছেড়েছে, শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানেই জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল। সেভিয়ার মাঠ র্যামন সানচেজ পিজহুয়ানে ম্যাচের মাত্র ১ মিনিট ৪৭ সেকেন্ডেই রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। গত ৭৭ বছরের মধ্যে রিয়ালের হয়ে কোপা দেল রের ফাইনালে দ্রুততম গোল এটি।
ব্রাজিলিয়ান তারকার পরের গোলেও আছে তার জাতীয় দল সতীর্থের অবদান। ৭০ মিনিটে আবারো বাঁ প্রান্ত দিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে ঢুকে পড়েন ভিনিশিয়ুস। তার ক্রস ওসাসুনা ডিফেন্ডাররা ক্লিয়ার করার চেষ্টা করলেও ক্রুসের সামনে পড়ে বল। তার শটও এক ডিফেন্ডারের পায়ে লাগে এবং বল পেয়ে যান রদ্রিগো। লক্ষ্যের কাছ থেকে গোল করতে ভুল হয়নি তার।
রিয়াল এগিয়ে যাওয়ার পর দাপিয়ে খেললেও ওসাসুনা ছেড়ে কথা বলেনি। ২৬ মিনিটে গোল লাইন থেকে ওসাসুনার এজালৌজির শট ফেরান দানি কারভাহাল। তার এক মিনিট আগেই প্রতি আক্রমণ থেকে করিম বেনজেমার জোরালো শট ঠেকান ওসাসুনা গোলকিপার সের্হিও এরেরা। তবে ভাগ্য সহায় হলে রিয়াল বিরতির আগেই আরও একটি গোল পেয়ে যেত। ৩২ মিনিটে ফ্রি কিক থেকে ডেভিড আলাবার শট পোস্টে লাগায় একটুর জন্য গোল পান নি।
বিরতির পর ৫৮ মিনিটে পাবলো তোরোর দুরপাল্লার শটে করা গোলে সমতায় ফেরে ওসাসুনা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তা। রিয়ালের দেওয়া চাপেই আবারো ভাঙে ওসাসুনার রক্ষণ, রদ্রিগোর গোলটি সেই চাপেরই ফসল। আর তাতেই ২০১৪ সালের পর প্রথম কোপা দেল রে জয় নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের।