ডি ব্রুইনার গোল নিয়ে ক্ষুব্ধ আনচেলত্তি
ধারে-ভারে, শক্তি-সামর্থ্যে কেউ কারোর চেয়ে কম না। তাই প্রত্যাশার পারদটা বেশ উঁচুতেই ছিলো এই ম্যাচ নিয়ে। আর সেটি ভালোভাবেই পূরণ করেছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি।
চলতি মৌসুমের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েছে দুই দল। যদিও ম্যাচের স্কোরলাইন ১-১, যা মাঠের খেলার আসল চিত্র তুলে ধরছে না। আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচ থেকে চোখ সরানোর উপায় ছিলো না এক মুহূর্তের জন্য।
৬৭ মিনিটে সিটির হয়ে ম্যাচে সমতা ফেরান কেভিন ডি ব্রুইনা। ভিনিশিয়ুসের মতো তিনিও বুলেট গতির শটে বল জড়ান জালে। এই গোল নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের। রিয়ালের দাবি, ডি ব্রুইনার গোলের আগে খেলা চলার সময় বল সাইডলাইনের বাইরে চলে গিয়েছিল। টিভি রিপ্লেতেও সেটিই দেখা গিয়েছে। যদিও গোলটি বাতিল করেননি রেফারি।
আর এই গোল নিয়েই ক্ষেপেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, গোলটি কোনোভাবেই দেওয়া উচিত হয়নি, 'দেখে মনে হচ্ছিল বল বাইরে ছিল। এটা আমি বলছি না। প্রযুক্তি বলছে।'
মাঠে রেফারির মনোযোগের ঘাটতি ছিলো বলেও দাবি করেন রিয়াল কোচ, 'এর আগে একটা কর্নার হয়েছিল রেফারি সেটাও দেয়নি। রেফারি আসলে মনোযোগী ছিলেন না।'
ডি ব্রুইনার গোলের পর ম্যাচে আর কোনো গোল না হলেও সুযোগ পেয়েছিল দুই দলই। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথম লেগের খেলা।
সিটির জন্য এই ফলাফল ভালোই বলা চলে। গত মৌসুমে এই বার্নাব্যুতেই দুঃস্বপ্নের স্মৃতি আছে সিটির। অন্তত সেটি দূর করতে পেরেছে তারা।
সামনের বুধবার সিটির মাঠ ইতিহাদেই পাওয়া যাবে সব উত্তর। আরেকটি জমজমাট ম্যাচ দেখার প্রত্যাশায় এখন ফুটবল প্রেমিরা।