পাঁচটি বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলারের চিরবিদায়
এমন এক কীর্তি গড়েছিলেন, যা ৩২ বছর ধরে অটুট ছিল। ফুটবল ইতিহাসে তিনি হয়ে ওঠেন অবিস্মরণীয়। ফুটবল সংক্রান্ত বেশিরভাগ কুইজেই তাকে নিয়ে প্রশ্ন থাকে। তিনিই যে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপ খেলেন! ফুটবল বা বিশ্বকাপ আয়োজনের কুইজে তাকে নিয়ে আগামীতেও প্রশ্ন থাকবে, কিন্তু আজ থেকে তিনি অতীত। ৯৩ বছর বয়সে মারা গেছেন প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপ খেলা মেক্সিকোর সাবেক গোলরক্ষক আন্তনিও কারবাহাল।
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন কারবাহাল, উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল তার। বেশি অসুস্থ হয়ে পড়ায় হাসাপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু এবার আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হলো না তার। উড়াল দিলেন অজানা অসীমে। মেক্সিকোর ফুটবল ফেডারেশন কারবাহালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৫০ বিশ্বকাপ খেলা ফুটবলারদের মধ্যে একমাত্র কারবাহালই জীবিত ছিলেন। ওই বিশ্বকাপের স্মৃতি বয়ে নেওয়ার মতো আর কেউ রাইলেন না। বিখ্যাত মারাকানায় ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক হয় কারবাহালের। ওই আসরের সবচেয়ে কম বয়সী ফুটবলার ছিলেন তিনি। এরপর মেক্সিকোর হয়ে পরের তিনটি বিশ্বকাপে খেলে প্রথম ফুটবলার হিসেবে গড়েন চারটি বিশ্বকাপে খেলার কীর্তি। ১৯৬৬ বিশ্বকাপে গড়েন পাঁচটি বিশ্বকাপে খেলার রেকর্ড। এমন কীর্তির জন্য কারবাহালকে 'দা ফাইভ কাপস।' নামে ডাকা হতো।
প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে খেলার রেকর্ডটি দীর্ঘ ৩২ বছর কারবাহালের দখলে ছিল। ১৯৯৮ বিশ্বকাপ খেলে তার রেকর্ডে ভাগ বসান জার্মান কিংবদন্তি লোথার মাথেউস। পরে এই মাইলফলক ছুঁয়েছেন মেক্সিকোর রাফায়েল মার্কুয়েস, আন্দ্রেস গুয়ার্দাদো ও গিয়েরমো ওচোয়া, ইতালির জুয়ানলুইজি বুফন, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টিনার লিওনেল মেসি।
কারবাহালের ক্লাব ক্যারিয়ারের পুরোটাই কেটেছে নিজ দেশে। শুরুর দুই বছর বাদে ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় নিজ শহরের ক্লাব লেয়নে খেলেন কারবাহাল। খেলোয়াড়ী ক্যারিয়ারের পর এই ক্লাবে কোচিং শুরু করেন তিনি। কারবাহালের কোচিং ক্যারিয়ার বেশ লম্বা, দুই যুগের বেশি সময় ধরে কোচিং করিয়েছেন মেক্সিকান এই কিংবদন্তি ফুটবলার।