বাংলাদেশের নারী ক্রিকেটারকে অশালীন মন্তব্য করে তোপের মুখে ধারাভাষ্যকার
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ নিয়ে তোলপাড়। ভিডিওটিতে দেখা যায়, ধারাভাষ্যকার বাংলাদেশের একজন নারী ক্রিকেটারের সমালোচনা করে বলছেন, নারী ক্রিকেটারের জন্য পায়ের নো বল করাটা ক্ষমার অযোগ্য। এমন মন্তব্যে চরম সমালোচনার মুখে পড়েছেন লঙ্কান এই ধারাভাষ্যকার। তাকে ধারাভাষ্য থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি তুলেছেন অনেকে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফরে। ওয়ানডের পর লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি চলাকালীন বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তারকে নিয়ে অশালীন মন্তব্য করেন শ্রীলঙ্কার ধারাভাষ্যকার রোশান আবেসিংহে।
শ্রীলঙ্কার ইনিংসের ১৩তম ওভারের ঘটনা এটা, তখন বোলিংয়ে ছিলেন নাহিদা। তার তৃতীয় ডেলিভারিটি নো বল ঘোষণা দেন আম্পায়ার। নাহিদাকে নো বল করতে দেখেই আবেসিংহে বলে ওঠেন, 'এই নো বল ক্ষমার অযোগ্য। তার দুটো কারণ আছে। প্রথমত, স্পিনার নো বল করেছে। দ্বিতীয়ত, একজন নারী নো বল করেছে। নারীদের পা বেশি দূরে যায় না। তাই এটা বিস্ময়ের যে, সে কীভাবে ওভার স্টেপ করলো!'
পরে অবশ্য দেখা যায় নাহিদার পা ক্রিজের মধ্যেই ছিল। তবে ডেলিভারি দেওয়ার সময় তার হাত স্টাম্পে গিয়ে লাগে। এ কারণে নো বল দেন আম্পায়ার। যদিও তা খেয়াল না করেই আপত্তিকর মন্তব্য করে বসেন আবেসিংহে। রিপ্লে দেখার পর নিজের মন্তব্য সত্য প্রমাণ করতে আবেসিংহে আবার বলেন, 'আমি তো সেই কথাই বলছিলাম। এক জন নারীর পা বেশি দূরে যায় না।'
একজন নারী ক্রিকেটারকে নিয়ে এমন অসম্মানজনক মন্তব্য করায় চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে আবেসিংহেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ক্লিপটি শেয়ার করে তাকে অনেকেই ধুয়ে দিচ্ছেন। কারও কারও দাবি, লঙ্কান এই ধারাভাষ্যকারকে স্থায়ীভাবে ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া উচিত।
বিতর্কের মাঝেই অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছেন আবেসিংহে, ক্ষমা চেয়েছেন লঙ্কান এই ধারাভাষ্যকার। তিনি বলেছেন, 'আমি কাউকে হেনস্থা বা আঘাত করার জন্য এই কথা বলিনি। ক্রিকেটীয় কথা বলেছিলাম। কিন্তু তার পরও যদি কারও খারাপ লাগে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।'