ব্যর্থ মৌসুমের পরেও রিয়ালেই থাকছেন আনচেলত্তি
রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও গুঞ্জন শোনা যাচ্ছিল ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে পারেন কার্লো আনচেলত্তি। চলতি মৌসুমে শুধু কোপা দেল রেই জিতেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এরপরও রিয়ালেই থাকছেন বলে নিশ্চিত করেছেন এই ইতালিয়ান কোচ নিজেই।
লা লিগায় চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা খুইয়েছে রিয়াল, চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকেও বাজেভাবে হেরে বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোসরা।
কিন্তু এতো ব্যর্থতার পরও আনচেলত্তি থাকছেন রিয়ালেই। শুধু কোপা দেল রে জেতা রিয়াল মাদ্রিদের জন্য আহামরি কোনো অর্জন নয়। সেইসঙ্গে ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন মিলিয়ে আনচেলত্তির রিয়াল অধ্যায়ের শেষ দেখছিলেন অনেকেই। কিন্তু ৬৩ বছর বয়সী ইতালিয়ান কোচ নিজেই সব গুঞ্জন থামিয়ে দিয়েছেন।
পরের মৌসুমেও রিয়ালের কোচ থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, 'পেরেজ ও আমার মধ্যে কথা হয়েছে। তিনি আমার প্রতি সমর্থন জানিয়েছেন। আমরা সিটির বিপক্ষে বুধবার হয়ে যাওয়া ম্যাচটা নিয়ে কথা বলেছি, পরের মৌসুম নিয়েও কথা বলেছি। গত দুই মৌসুম নিয়ে কথা বলেছি। আমরা আরো ভালো করার একই রকম তাড়না নিয়ে এগিয়ে যাব।'
এরপর আনচেলত্তিকে সরাসরি প্রশ্ন করা হয়, ক্লাব তাকে আগামী মৌসুমেও রাখার নিশ্চয়তা দিয়েছে কিনা? উত্তরে আনচেলত্তি সরাসরি 'হ্যাঁ' বলেন।