'স্পেন বর্ণবাদীদের দেশ নয়'
ভিনিশিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে করা বর্ণবাদী আচরণ নিয়ে তোলপাড় চলছ্র ফুটবল বিশ্বে। প্রতিবাদ করে অনেককেই পাশে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে বর্ণবাদীদের দেশ বলে আখ্যাও দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।
তবে ভিনিশিয়ুসের সঙ্গে একমত নন দিয়েগো সিমিওনে। স্পেনকে বর্ণবাদীদের দেশ বলতে নারাজ আতলেতিকো মাদ্রিদ কোচ।
ভিনিশিয়ুসের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটি নিয়ে যেমন আলোচনা-সমালোচনা চলছে ফুটবল বিশ্বে, তার ছিটেফোঁটাও করা হয় নি বর্ণবাদের শিকার হওয়া আরেক ফুটবলার দিয়েগো কস্তার ক্ষেত্রে। অন্তত সিমিওনে তাই মনে করেন।
আতলেতিকো মাদ্রিদের ২০১৪ সালের লা লিগা জয়ের পেছনে অন্যতম বড় ভূমিকা ছিলো দিয়েগো কস্তার। ব্রাজিলে জন্ম নেওয়া স্প্যানিশ এই স্ট্রাইকারকেও বর্ণ বৈষম্যের শিকার হতে হয়েছে। সিমিওনের দাবি, ভিনিশিয়ুসের ঘটনার মতো এতো আলোচনা হয় নি কস্তাকে নিয়ে।
স্পেনকে বর্ণবাদীদের দেশ বলতেও আপত্তি আতলেতিকো কোচের, 'স্পেন বর্ণবাদীদের দেশ নয়। গুটিকয়েক লোকজনের জন্য আপনি সবাইকে দোষ দিতে পারেন না। ভিনিশিয়ুসের সঙ্গে যা হয়েছে তা অনেক গভীরের একটি বিষয়। স্পেনে অনেক খেলোয়াড়, এমনকি লাইনসম্যানরাও এসবের শিকার।'
এই ধরণের ঘটনা যেন আর না ঘটে সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সিমিওনে।