রিয়ালের সবার গায়ে 'ভিনি ২০' জার্সি, বার্নাব্যুর সমর্থন প্রকাশ
ভিনিশিয়ুস জুনিয়রের দুঃসময়ে যোগ্য অভিভাবকের মতোই তার পাশে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচের আগে ভিশিয়ুসকে সমর্থন জানিয়ে রিয়ালের সব খেলোয়াড়রা তার পরিহিত ২০ নাম্বার জার্সি পড়েন। পুরো বার্নাব্যু ছেয়ে গিয়েছিল ভিনিশিয়ুসকে সমর্থন জানানো ব্যানারে।
ম্যাচের ২০ মিনিটের মাথায় ভিনিশিয়ুসের আত্মবিশ্বাস জোগাতে বার্নাব্যুর সব দর্শক করতালি দেন। ভিনিশিয়ুসের নামের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে গোটা স্টেডিয়াম।
ব্যানারে অনেকেই লিখে নিয়ে এসেছিলেন, 'আমরা তোমার সাথেই আছি, ভিনিশিয়ুস'। এ সময় ব্রাজিলিয়ান তারকাও উঠে দাঁড়িয়ে হাত নাড়িয়ে দর্শকদের এই শ্রদ্ধা প্রদর্শনের জবাব দেন।
উল্লেখ্য, ভ্যালেন্সিয়ার মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের কতিপয় সমর্থকের বর্ণবাদী আচরণের শিকার হোন ভিনিশিয়ুস। সেটি নিয়ে প্রতিবাদের ঝড় তোলেন এই ব্রাজিলিয়ান তারকা। এরপর থেকেই ফুটবল বিশ্বে তোলপাড় চলছে ভিনিশিয়ুসের সঙ্গে ঘটে যাওয়া এই নিন্দনীয় আচরণ নিয়ে।
বর্ণবাদী আচরণের দায়ে তদন্ত করে সাতজনকে আটকও করেছে স্প্যানিশ পুলিশ। লা লিগাও নড়েচড়ে বসেছে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে।