ভিনিশিয়ুসের সমর্থনে আফ্রিকার দুই দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
বর্ণবাদী আচরণের শিকার হয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন ভিনিশিয়ুস জুনিয়র। তবে এই যুদ্ধে তিনি একা নন, সাথে পাচ্ছেন অনেককেই।
সাবেক-বর্তমান ব্রাজিলিয়ান ফুটবলার কিংবা রিয়াল মাদ্রিদ সতীর্থদের তো বটেই, ভিনিশিয়ুসকে সমর্থন যোগাচ্ছেন প্রতিপক্ষরাও। এবার তো ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন আরেক ধাপ এগিয়ে বর্ণবাদ রুখতে প্রীতি ম্যাচ খেলার আয়োজনই করতে যাচ্ছে।
রিয়াল মাদ্রিদের ২২ বছর বয়সী ফরোয়ার্ড ভিনিশিয়ুস জুনিয়রের সমর্থনে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে আফ্রিকা মহাদেশের দুইটি দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
বার্সেলোনায় আগামী ১৭ জুন গিনি ও এর তিন দিন পরে লিসবনে সেনেগালের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই খবর জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ভিনিশিয়ুসের সঙ্গে আলোচনা করেই এই দুই ম্যাচ চূড়ান্ত করেছে সিবিএফ। রয়টার্স খবর দিয়েছে, সিবিএফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই পরিকল্পনা ভালো লেগেছে রিয়াল তারকার। তিনি এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
প্রীতি ম্যাচ দুইটির বাইরেও ব্রাজিলিয়ান লিগের ম্যাচগুলোতে বর্ণবাদবিরোধী ক্যাম্পেইন শুরু করা হয়েছে।