ইন্টার মায়ামিকে ব্যবহার করে মেসিকে আনতে চায় বার্সা!
লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য কোথায় তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। মেসি নিজে বার্সেলোনায় ফিরতে আগ্রহী হলেও কাতালান ক্লাবটির বর্তমান আর্থিক অবস্থা তাকে ফেরানোর মতো নয়। তাই আর্জেন্টাইন মহাতারকাকে দলে নিয়ে আসতে বিকল্প এক উপায় বের করেছে বার্সা।
মেসিকে দলে নিতে আগ্রহীদের তালিকায় আছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। পিএসজির সঙ্গে এই জুনেই চুক্তি শেষ হতে যাওয়া মেসিকে ইতোমধ্যে প্রস্তাবও দিয়েছে মায়ামি। আর সেই মায়ামিকে ব্যবহার করেই মেসিকে দলে আনতে চায় বার্সেলোনা!
তা সেটি কীভাবে সম্ভব? ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, মেসিকে দলে নিতে বার্সেলোনা ইন্টার মায়ামির সঙ্গে একটা মধ্যস্থতায় যেতে চাচ্ছে। বার্সেলোনার ইচ্ছা হলো, মেসিকে ইন্টার মায়ামি ফ্রি এজেন্ট হিসেবে দলে নেবে ঠিকই, এরপর তাকে বার্সেলোনায় ধারে পাঠাবে। বার্সেলোনা মূলত মেসিকে দলে নেওয়ার ব্যাপারে নিজেদের সীমিত সামর্থ্যের কারণেই এমনটা করতে চাচ্ছে।
আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক সিজার লুই মারলো এক প্রতিবেদনে লিখেছেন, মায়ামি মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। তবে বার্সেলোনার এমন প্রস্তাবে ক্লাবটির রাজি হওয়ার কোনো কারণ নেই।
এরই মধ্যে অন্য প্রশ্নও উঠছে। মেসি কি তাহলে সৌদি আরবের ক্লাব আল-হিলালেই যোগ দিতে যাচ্ছেন? ফুটবল সাময়িকী ফোরফোরটু দাবি করেছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক আল-হিলালের ১.২ বিলিয়ন ইউরোর চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন।