ইউনাইটেড-বার্সেলোনাকে পেছনে ফেলে সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ
ইতিহাস কিংবা শিরোপা জয়ের দিক থেকে তাদের আশেপাশে কেউ নেই৷ বিশ্বের সেরা ক্লাবগুলোর নাম বললে তর্কযোগ্যভাবে সবার আগে রিয়াল মাদ্রিদের নামই আসে। বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তকমাও বেশিরভাগ সময়ই লস ব্লানকোসদের দখলেই থাকে। ব্যতিক্রম হলো না এবারও৷
ফোর্বসের তৈরি করা বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবগুলোর মধ্যে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিজেদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলেছে লস ব্লানকোসরা।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফোর্বসের হিসাব অনুসারে, এই মুহূর্তে রিয়ালের বাজারমূল্য ৬ দশমিক ০৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বিক্রি হওয়ার সম্ভাবনায় থাকা ইংল্যান্ডের এই ক্লাবের বর্তমান বাজারমূল্য ৬ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬৪ হাজার ৬৪০ কোটি টাকারও বেশি।
ফুটবল ক্লাবগুলোর মধ্যে কমপক্ষে ছয় বিলিয়ন ডলার মূল্যের ক্লাব আছে কেবল এই দুটিই। ২০০৪ সাল থেকে ফুটবল ক্লাবগুলোর বাজারমূল্যভিত্তিক তথ্য দিয়ে থাকে ফোর্বস। প্রতিবারই প্রথম পাঁচের মধ্যে থাকা ক্লাবও শুধু রিয়াল আর ইউনাইটেডই।
ইউনাইটেডের বাজারমূল্যে বড় লাফের কারণে দুই থেকে তিনে নেমে গেছে বার্সেলোনা। ২০২১ সালে ১ নম্বরে থাকা স্প্যানিশ ক্লাবটির বাজারমূল্য গত বছরের তুলনায় বেড়েছে ১০ শতাংশ, যা সব মিলিয়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলারে।
সবচেয়ে দামি ক্লাবগুলোর মধ্যে ৪র্থ থেকে ১০ম স্থানে আছে যথাক্রমে লিভারপুল (৫ দশমিক ২৯ বিলিয়ন), ম্যানচেস্টার সিটি (৪ দশমিক ৯৯ বিলিয়ন), বায়ার্ন মিউনিখ (৪ দশমিক ৮৬ বিলিয়ন), পিএসজি (৪ দশমিক ২১ বিলিয়ন), চেলসি (৩ দশমিক ১ বিলিয়ন), টটেনহাম (২ দশমিক ৮ বিলিয়ন) ও আর্সেনাল (২ দশমিক ২৬ বিলিয়ন)।