এফএ কাপ ফাইনাল: সিটির 'ট্রেবল' স্বপ্নে বাধা হতে পারবে ইউনাইটেড?
ইংল্যান্ডের একমাত্র ক্লাব হিসেবে ঐতিহাসিক ট্রেবল জয়ের কীর্তি আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং এফএ কাপের শিরোপা জিতেছিল রেড ডেভিলরা।
এরপর ইউনাইটেড, লিভারপুল এই কীর্তি পুনরাবৃত্তির খুব কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত সফল হয় নি। তবে এবার ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি সেটি করে ফেলবে বলেই মনে হচ্ছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হয়ে গেছে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক সপ্তাহ পর সিটির জন্য অপেক্ষা করছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। তবে তার আগে আজ ট্রেবল জয়ের পথে দ্বিতীয় ধাপ পূর্ণ করতে হবে সিটিকে।
সিটি যেন ট্রেবল জিততে না পারে সেই প্রার্থনাই করার কথা ইউনাইটেডের। তবে বাইরে বসে সেই কাজ করতে হচ্ছে না তাদের। নিজেদের সামনেই যে সুযোগ, সিটিকে থামানোর! এফএ কাপের ফাইনালে আজ পেপ গার্দিওলার অপ্রতিরোধ্য দলের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। অর্থাৎ সিটির ট্রেবল জয় থামানোর জন্য অন্য কারোর মুখাপেক্ষী হতে হচ্ছে না রেড ডেভিলদের।
শক্তি-সামর্থ্যে বর্তমান সময়ের সিটি ঢের এগিয়ে। তবে হাল ছাড়ছে না ইউনাইটেডও। প্রিমিয়ার লিগে এই মৌসুমে দুইবার মুখোমুখি হয়েছে নগর প্রতিদ্বন্দ্বীরা। সিটি নিজেদের মাঠে ইউনাইটেডকে ৬-৩ গোলের ব্যবধানে বিধ্বস্ত করলেও ওল্ড ট্রাফোর্ডে এরিক ট্যান হাগের দল জিতেছে ২-১ গোলের ব্যবধানে।
এফএ কাপের ফাইনালে এর আগে কখনো মুখোমুখি হয় নি সিটি-ইউনাইটেড। রেড ডেভিলরা প্রিমিয়ার লিগের সেরা চারে থেকে সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করেছে। লিগ কাপ জিতে ছয় বছর পর কোনো শিরোপা জেতার স্বাদও পেয়েছে তারা। এফএ কাপ জিতলে সফল এক মৌসুমের পাশাপাশি সিটির ট্রেবল জয়টাও থামানো যাবে। যা মধুর অনুভূতিই দেবে ট্যান হাগের দলকে।
ইউনাইটেডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্লিং হলান্ডকে থামানো। এই মৌসুমে সব মিলিয়ে ৫২ গোল করা হলান্ড ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকও করেছেন। তবে হলান্ডকে আটকাতে গিয়ে ডি ব্রুইনা- বার্নার্দো সিলভাদের ভুলে গেলে চলবে না ইউনাইটেডের।
অপরদিকে ইউনাইটেডের তুরুপের তাস হতে পারেন মার্কাস রাশফোর্ড। বিশ্বকাপের পর দুর্দান্ত খেলা এই ইংলিশ উইঙ্গারের গতি বিপদে ফেলতে পারে সিটির রক্ষণকে।
এফএ কাপ দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, ছয়বার এই মর্যাদাপূর্ণ শিরোপার স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে সিটি সর্বশেষ চার বছর আগে জিতলেও ইউনাইটেডের জেতার সাত বছর পেরিয়ে গেছে। তাই আজ যে কোনো এক দলের খরা কাটানোর পালা।
সেখানে জিতে ট্রেবল স্বপ্ন পূরণের দিকে আরেক ধাপ এগোবে সিটি নাকি নিজেদের গৌরব অক্ষুণ্ন রেখে ইউনাইটেড হাসবে শেষ হাসি? উত্তরের অপেক্ষা আর কিছুক্ষণের।