ইউনাইটেডকে হারিয়ে ট্রেবল জয়ের পথে আরেক ধাপ সিটির
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। আর সেইসঙ্গে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ঐতিহাসিক ট্রেবল জয়ের স্বপ্ন ভালোভাবেই জিইয়ে রাখলো পেপ গার্দিওলার দল।
ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় এক লাখ দর্শকের সামনে ইউনাইটেডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সপ্তমবারের মতো মর্যাদাপূর্ণ এফএ কাপের শিরোপা জিতেছে সিটি। নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের গড়া ট্রেবল জয়ের কীর্তিকে তাড়া করছে সিটি। সেই লক্ষ্যে দ্বিতীয় ধাপ অতিক্রম করেছে তারা।
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা প্রস্তুতি নিয়ে এসেছিলেন আর্লিং হলান্ডের পরীক্ষার। কিন্তু প্রশ্নে চলে এসেছেন ইলকায় গুন্ডোগান। সিটি অধিনায়কের জোড়া গোলেই যে এফএ কাপের শিরোপা নিশ্চিত হয়েছে সিটির।
ম্যাচের মাত্র ১৩ সেকেন্ডে সিটিকে এগিয়ে দেন গুন্ডোগান। দুর্দান্ত এক ভলিতে তিনি পরাস্ত করেন ইউনাইটেড গোলরক্ষক ডি হেয়াকে। এফএ কাপের ফাইনালের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড এটিই। তখন মনে হচ্ছিল ইউনাইটেডকে নিয়ে ছেলেখেলাই করবে সিটি।
তবে সিটির আক্রমণের স্রোত সামলে ইউনাইটেডও মাঝে মাঝে হুমকি দিচ্ছিল। খেলার ধারার বিপরীতে পেনাল্টি পেয়ে যায় রেড ডেভিলরা। সিটি ডি-বক্সের ভেতর জ্যাক গ্রিলিশের হাতে বল লাগায় ভিএআরের সাহায্যে ইউনাইটেডের পক্ষে পেনাল্টির রায় দেন রেফারি পল টিয়ার্নি।
সেখান থেকে ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস। বিরতির পর ৫১ মিনিটে আবারো সিটিকে এগিয়ে দেন গুন্ডোগান। এবারও ভলি থেকেই ডি হেয়াকে বোকা বানান তিনি। ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণ অব্যাহত রাখে সিটি। তবে আর গোলের দেখা পায়নি তারা।
ইউনাইটেডও সমতায় ফেরার জন্য যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেনি। সিটির চ্যাম্পিয়ন হওয়াও ঠেকাতে পারেনি তারা। একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড এখন ইউনাইটেডেরই, সিটিকে সেই পথে এগিয়ে যাওয়া থেকে আটকানোর সুযোগ ছিলো তাদের সামনে। সেখানে ব্যর্থ এরিক ট্যান হাগের দল।
নগর প্রতিদ্বন্দ্বীদের ফাইনালে হারানোর মতো মধুর অনুভূতি পাওয়ার পাশাপাশি স্বপ্নের ট্রেবল জয়ের পথে সিটির সামনে রইল কেবল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সামনের সপ্তাহে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে হারাতে পারলেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার পাশাপাশি মাত্র অষ্টম ইউরোপিয়ান এবং দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়বে পেপ গার্দিওলার দল।