বেনজেমার রিয়াল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেনজেমা। সৌদি আরব থেকে বেনজেমার কাছে লোভনীয় প্রস্তাব রয়েছে। এই মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বেনজেমার। এরপর 'ফ্রি এজেন্ট' হিসেবেই নিজের পরবর্তী গন্তব্য ঠিক করতে পারবেন ফরাসি তারকা।
১৪ বছর খেলার পর লস ব্লাঙ্কোসদের ছেড়ে যাচ্ছেন বেনজেমা। এর মধ্যে তিনি জিতেছেন অনেক দলীয় এবং ব্যক্তিগত শিরোপা।
বেনজেমার ক্লাব ছাড়ার খবর একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে রিয়াল মাদ্রিদ, 'আমাদের বর্তমান অধিনায়ক করিম বেনজেমার সঙ্গে পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। সে আমাদের ইতিহাসের সেরাদের একজন।'
এছাড়াও বেনজেমার জন্য প্রশংসাও বরাদ্দ ছিলো বিবৃতিতে, 'সে দেখিয়েছে কীভাবে একজন দুর্দান্ত ফুটবলার হওয়া যায়। সে ক্লাবের মূল্যবোধকে সম্মান দেখিয়ে দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।'
রিয়াল মাদ্রিদের হয়ে ৬৪৭ ম্যাচে ৩৫৩ গোল করেছেন বেনজেমা। যা ক্লাবটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। লা লিগায়ও রিয়ালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৭ গোলের রেকর্ড তার। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগাসহ ২৪টি শিরোপা। গত বছর ক্যারিয়ারের প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতেছেন, ইউরোপের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
রিয়াল মাদ্রিদের এবারের মৌসুমটা একদমই ভালো কাটেনি। কেবল কোপা দেল রে জিতেছে আনচেলত্তির দল। যদিও বেনজেমা ব্যক্তিগতভাবে করেছেন ৩০ গোল। রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে ৩৫ বছর বয়সী বেনজেমার বিকল্প খোঁজা শুরু করেছে। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে পাখির চোখ করেছে লস ব্লাঙ্কোসরা।
সৌদি আরব থেকে বেনজেমার কাছে প্রস্তাব এসেছে বেশ কিছুদিন আগেই। তবে রিয়ালেই থাকার ইচ্ছা পোষণ করেছিলেন ফরাসি তারকা। যদিও সম্প্রতি নাকি ভাবনায় পরিবর্তন এসেছে তার। লোভনীয় অংকের প্রস্তাবে 'না' করতে চাচ্ছেন না তিনি।
সৌদি আরবের লিগে যোগ দিলে বছরে ৪০০ মিলিয়ন ইউরো পাবেন বেনজেমা। ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই পরিমাণ অর্থ দেয় আল-নাসের। সাবেক রিয়াল সতীর্থের সমান পারিশ্রমিকের হাতছানি বেনজেমা উপেক্ষা নাও করতে পারেন।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে বদ্ধপরিকর সৌদি আরব। সে উদ্দেশ্যেই নিজেদের লিগকে তারকাসমৃদ্ধ করতে চাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। আর তারই প্রমাণ মিলছে তাদের মেসি-বেনজেমার মতো মহাতারকাদের দলে ভেড়ানোর চেষ্টায়।