মেসির ইন্টার মায়ামিতে যাওয়ার কথা আগেই জানতেন নেইমার!
ফুটবলীয় মানচিত্রে আর্জেন্টিনা-ব্রাজিলের সম্পর্ক চির বৈরিতার হলেও দেশ দুটির সেরা দুই তারকা লিওনেল মেসি-নেইমারের মধ্যে সেরা বন্ধুর মতোই সম্পর্ক। দুজন এতোটাই কাছের যে একজন আরেকজনের হাঁড়ির খবর জানেন।
আর নাহলে মেসি ইন্টার মায়ামিতে যাবেন সেটির আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নেইমার জানতেন কী করে! ব্রাজিলিয়ান তারকা নিজেই জানিয়েছেন এই তথ্য।
বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলার সুবাদে দুজনের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৩ সাল থেকেই একে অপরের হরিহর আত্মার মতোই থেকেছেন। যদিও বয়সে নেইমারের চেয়ে মেসি প্রায় ৫ বছরের বড়।
কিন্তু যেখানে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলীয় দ্বন্দ্ব দুজনের মাঝে বাধা হতে পারেনি, বয়স আর কীভাবে পারে! পিএসজি ছেড়ে মেসি যে ইন্টার মায়ামিতে যোগ দেবেন, তা অন্য কেউ জানার আগে নেইমার জানতেন।
মেসি নিজেই নেইমারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। নেইমারও তাকে মায়ামিতে যেতে উৎসাহিত করেছেন, 'আমি আগেই জানতাম এটা। মেসি আমার সঙ্গে এই বিষয়ে কথা বলেছে। আমি তাকে বলেছি, সে যদি মায়ামিতে আসে তাহলে খুবই খুশি হবে।'
মেজর লিগ সকার মেসির কারণে আরো বেশি পরিচিতি পাবে বলেই বিশ্বাস নেইমারের, 'মেসির জন্য এখন অনেকেই যুক্তরাষ্ট্রের লিগ দেখবে। সবাই এখন এই লিগের খেলা দেখবে। অনেকের জন্যই এটি লাভজনক হতে চলেছে।'