শেষ দিনের রোমাঞ্চে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
৪৪৪ রানের লক্ষ্য, ভারতের জন্য পাহাড় সমান। যেকোনো দলের জন্যই তাই, এই রান পাড়ি দেওয়া মানে বিশ্ব রেকর্ড গড়া। টেস্টের ১৪৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪১৮। তবু ভারত নিশ্চয়ই জয়ে চোখ রেখেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে। যদিও অবিশ্বাস্য কীর্তি গড়ে জয় তুলে নেওয়ার মতো ব্যাটিং করতে পারেনি তারা। তবু শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা। অবশ্য এই রোমাঞ্চ শেষে অস্ট্রেলিয়ার মুখেই হাসি ওঠার সম্ভাবনা বেশি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্য ওভালে অস্ট্রেলিয়ার দেওয়া বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৬৪ রান তুলেছে ভারত। জয়ের জন্য তাদের দরকার এখনও ২৮০ রান, হাতে ৭ উইকেট। ভরসা হয়ে টিকে আছেন ভারতের টেস্ট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ অজিঙ্কা রাহানে ও বিরাট কোহলি। রাহানে ৫৯ বলে ২০ ও কোহলি ৬০ বলে ৪৪ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাস বলে ভারতের হারের সম্ভাবনা বেশি। অলৌকিক কিছু না করে শেষ দিনে এই রান পাড়ি দিয়ে জয় ছিনিয়ে নেওয়া ভারতের পক্ষে দুরুহ। আরেকটি সম্ভাবনা, সেটা ড্র। এই পথে ভারতকে পুরোদিন লড়তে হবে সাতজন ব্যাটসম্যানকে নিয়ে। রাহানে-কোহলিরা এখনও আশার প্রদীপ হয়ে টিকে থাকলেও সাতজন ব্যাটসম্যান নিয়ে পুরো দিন পাড়ি দেওয়া যে কষ্টসাধ্য, তা ভালো করেই জানা আছে তাদের।
প্রথম ইনিংসের অভিজ্ঞতাও এ পথে শঙ্কার কারণ। অস্ট্রেলিয়ার দারুণ বোলিংয়ের সামনে ২৯৬ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ৪৬৯ রান তোলা অজিরা প্রথম ইনিংসেই ১৭৩ রানের বড় লিড পায়। ৮ উইকেটে ২৭০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া, ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৪৪। যে রান পাড়ি দেওয়া এখনও অনেক দূরের পথ! ভারত তাদের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ৪০০'র বেশি রান তাড়া করে ম্যাচ জিতেছে মাত্র একবার।
বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করা হয়নি ভারতের। দলীয় ৪১ রানে শুভমান গিলকে ফিরিয়ে দেন অজি পেসার স্কট বোল্যান্ড, ভারতের এই ওপেনার ১৮ রান করেন। চেতেশ্বর পুজারাকে সঙ্গে নিয়ে এই ধাক্কা সামলে নিলেও অধিনায়ক রোহিত শর্মা বেশি পথ পাড়ি দিতে পারেননি। ৬০ বলে ৪৩ রান করে অজি স্পিনার লাথান লায়নের শিকারে পরিণত হন তিনি।
এ সময়ই ভারতের আরও বিপদ বাড়ান অজি অধিনায়ক প্যাট কামিন্স। পরের ওভারেই ৪৭ বলে ২৭ রান করা পুজারাকে ফিরিয়ে দেন ডানহাতি এই পেসার। দিনের বাকিটা সময়ে অবশ্য আর দলের দিকে বিপদ আসতে দেননি রাহানে ও কোহলি। এই দুই ব্যাটসম্যান চতুর্থ দিনের খেলা শেষ করার আগে ১১৮ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। বোল্যান্ড, লায়ন ও কামিন্স একটি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৬৯
ভারত প্রথম ইনিংস: ২৯৬
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৭০/৮ ডিক্লে. (লাবুশেন ৪১, গ্রিন ২৫, কেয়ারি ৬৬*, স্টার্ক ৪১, কামিন্স ৫; শামি ২/৩৯, সিরাজ ১/৮০, উমেশ ২/৫৪, জাদেজা ৩/৫৮)।
ভারত দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪৪৪) ৪০ ওভারে ১৬৪/৩ (রোহিত ৪৩, গিল ১৮, পুজারা ২৭, কোহলি ৪৪*, রাহানে ২০*; কামিন্স ১/৪২, বোল্যান্ড ১/৩৮, লায়ন ১/৩২)।