ফ্রেঞ্চ ওপেন জিতে সবার ওপরে জোকোভিচ
ক্যারিয়ারের ২৩ তম গ্র্যান্ডস্লাম জিতে সবাইকে ছাড়িয়ে এখন শীর্ষে নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন 'জোকার'। এটি তার তৃতীয় ফ্রেঞ্চ ওপেন জয়।
রোলা-গাঁরোর অবিসংবাদিত রাজা রাফায়েল নাদাল চোটের কারণে না থাকায় জোকোভিচই ছিলেন ফেভারিট। সেই মর্যাদা রক্ষা করেছেন সার্বিয়ান কিংবদন্তি।
জোকোভিচই একমাত্র খেলোয়াড় যিনি চার গ্র্যান্ডস্লামের সবকটি অন্তত তিনবার করে জিতেছেন।
ফাইনালে চতুর্থ বাছাই ক্যাসপার রুডকে সরাসরি সেটে হারিয়েছেন তৃতীয় বাছাই জোকোভিচ। প্রায় ৩ ঘন্টা ৪০ মিনিটের লড়াইয় শেষে জোকোভিচ জেতেন ৭-৬, ৬-৩, ৭-৫ ব্যবধানে। রুড গতবারও ফাইনালে হেরেছেন নাদালের কাছে।
ফ্রেঞ্চ ওপেনের আগে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে নাদালের ২২ গ্র্যান্ডস্লামের রেকর্ড ছুঁয়েছেন জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে ছাড়িয়ে গেলেন তিনি।
উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ডও গড়েছেন জোকোভিচ। ৩৬ বছর ২০ দিন বয়সে চ্যাম্পিয়ন হয়েছেন 'জোকার'। চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে র্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন সার্বিয়ান এই মহাতারকা।