টস হেরে ব্যাটিংয়ে সাকিব-তামিমবিহীন বাংলাদেশ
টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করা হয়। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তার খেলা হচ্ছে না। টেস্ট শুরুর আগের দিন চোটে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবালও। গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ।
এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে টস হেরেছেন লিটন কুমার দাস। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১০টায় শুরু হবে।
চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ওপেনার জাকির হাসান, ফিরেছেন মাহমুদুল হাসান জয়ও। ফিটনেসের কারণে খেলা নিয়ে শঙ্কা থাকলেও একাদশে আছেন পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আরেক ডানহাতি পেসার খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই (উইকেটরক্ষক), হামজা হোতাক, জহির খান, নিজাতুল্লাহ মাসুদ ও ইয়ামিন আহমাদজাই।