'জীবনে কোনো কিছু সহজ না, আপনাকে সব কিছু অর্জন করে নিতে হয়'
২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট হেরে লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। আফগানরা তখন কেবল টেস্ট খেলা শুরু করেছে। চার বছর পর আরেক টেস্টে সেই হারের চরম প্রতিশোধই নিলো বাংলাদেশ।
সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে তৃতীয় বড় জয়, এই শতাব্দীতে সবচেয়ে বড়।
এই টেস্টে বাংলাদেশের অধিনায়ক ছিলেন লিটন দাস। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোট তাকে এই সুযোগ এনে দিয়েছে। আর এই ম্যাচেই বাজিমাত করেছে দল। সংবাদ সম্মেলনে যা নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেল লিটনকে। অধিনায়কত্বের অনুভূতি জানাতে গিয়ে লিটন বলেন, 'অধিনায়কত্ব খুব উপভোগ করেছি। বোলাররা যেভাবে আমাকে সহায়তা করেছে। বিহাইন্ড দ্য বল দেখছি যে বোলাররা বল ক্যারি করাচ্ছে, স্লিপের দিকে বল যাচ্ছে। কিপিং করতেও মজা লেগেছে। যখন অধিনায়ক থাকি তখন ভালো লাগে যে যেকোনো সময় উইকেট পাওয়ার সুযোগ থাকে।'
আফগানিস্তান দলেও এই ম্যাচে ছিলেন না তাদের নিয়মিত অধিনায়ক এবং সেরা তারকা রশিদ খান। আফগানদের দলটি সেই হিসেবে দুর্বল ছিলো কিনা এমন প্রশ্নে একটু বিরক্তই হলেন লিটন, 'লাইফে কোন কিছু সহজ না, আপনাকে সব কিছু অর্জন করে নিতে হয়। আপনি যদি মানসিক ব্যাপারটা শক্ত রাখতে না পারেন। স্বপ্নটা থাকতে হয় । না হলে অর্জন করতে পারবেন না। আমার কাছে এরকম মনে হয় না আপনি কার সঙ্গে খেলছেন। বড় দল হলেও যে পরিশ্রম করে খেলা লাগে, ছোট দল হলেও একই জিনিস অনুসরণ করা লাগে। রুটিনের কোন ভিন্নতা হওয়া যাবে না।'
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে বাংলাদেশ খেলবে মোট ৬ টি সিরিজ। তার আগে এমন জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে কিনা সেই প্রশ্নের উত্তরে লিটন জানান, এখনই এই বিষয়ে ভাবছেন না তারা, 'ওটা অনেক দূরে। এখন আমাদের সাদা বলের ক্রিকেট আছে। এখন আসলে টেস্ট ক্রিকেট নিয়ে ভাবার খুব একটা সময় নেই।'