রোনালদোর গোল ছাড়াই বড় জয় পর্তুগালের
ক্রিশ্চিয়ানো রোনালদো পুরো ম্যাচ খেললেন, গোল পেলেন না। তবে তাতে পর্তুগালের জয় পেতে কোনো সমস্যা হয়নি।
ইউরো ২০২৪ এর বাছাইপর্বে টানা তৃতীয় জয় পেয়েছে পর্তুগাল। নতুন কোচ রবার্তো মার্তিনেজের অধীনে দারুণ শুরু হয়েছে রোনালদোদের৷
নিজের ১৯৯ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন রোনালদো, যা বিশ্বরেকর্ড। বসনিয়া হার্জেগোভিনাকে পর্তুগাল হারিয়েছে ৩-০ গোলে।
জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস, অপর গোলটি বার্নার্দো সিলভার। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে আছে পর্তুগাল।
২০২৪ এর ইউরো অনুষ্ঠিত হবে জার্মানিতে। এটিই রোনালদোর সম্ভাব্য শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে পারে বলে ধারণা করছেন অনেকে।