ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দলেও ফিরলেন আফিফ
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর ফলই যেন পাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা পেয়েছেন আফিফ।
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন আফিফ ও এবাদত হোসেন।
আফিফ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। সিরিজের তৃতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন তিনি।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন না আফিফ। এদিকে গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলার পর টি-টোয়েন্টিতে জায়গা হয়নি এবাদতের।
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রিশাদ হোসেনও আছেন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। গত সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক।
১৪ ও ১৬ জুলাই সিলেটে হবে বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।