বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন দেম্বেলে!
ছয় বছর পর বার্সেলোনা ছাড়ছেন উসমান দেম্বেলে। স্বদেশী ক্লাব পিএসজির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দলবদল সংক্রান্ত বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
২০১৭ সালে জার্মান ক্লাব ডর্ট্মুন্ড থেকে প্রায় ১৩০০ কোটি টাকায় দেম্বেলেকে নিয়ে আসে বার্সেলোনা। তবে যে উদ্দ্যেশ্যে তাকে আনা হয়েছিল, সেটি পূরণে ব্যর্থই বলা চলে তাকে।
গত ছয় বছরে মাঠের চেয়ে হাসপাতালের বিছানাতেই দেম্বেলের বেশি সময় কেটেছে। একের পর এক চোট তাকে বার্সেলোনার হয়ে সেরাটা মেলে ধরতে দেয়নি।
বার্সার হয়ে ১৮৫ ম্যাচ খেলে ৪০টি গোল করেছেন এই ফরাসি উইঙ্গার। জিতেছেন তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ।
পিএসজি মূলত দেম্বেলের রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন ইউরো পরিশোধ করবে বার্সেলোনাকে। দেম্বেলে এখান থেকে পাবেন ২৫ মিলিয়ন ইউরো। ২৬ বছর বছর বয়সী এই ফরাসি তারকার এজেন্ট লা লিগা কর্তৃপক্ষকে ইতোমধ্যে এই বিষয়ে অবগত করেছেন।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে বার্সার ৩-০ গোলের জয়ে প্রথম গোলটি করেছেন দেম্বেলে। যা ব্লাউগ্রানাদের হয়ে তার সম্ভাব্য শেষ গোল।