এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এবাদত, ডাক পেলেন সাকিব
চোটের কারণে এশিয়া কাপে এবাদত হোসেনের খেলা ছিলো শঙ্কার মুখে। সেটিই সত্যি হলো শেষ পর্যন্ত। আজ বিসিবি নিশ্চিত করেছে এবাদতের ছিটকে পড়ার কথা।
হাঁটুর চোটের কারণে এবাদতের খেলা হচ্ছে না পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে। ডানহাতি এই পেসারের জায়গায় ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব।
এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন এই ডানহাতি পেসার। এর আগে এশিয়া কাপের স্ট্যান্ডবাই খেলোয়াড়দের তালিকায় ছিলেন তানজিম। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন সাকিব।
২৯ বছর বয়সী এবাদত এসিএল চোটে পড়েছেন। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই চোট পান তিনি। সময় মতো সেরে না ওঠায় ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে খেলা হচ্ছে না এবাদতের।
অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এবাদতকে নিয়ে তাড়াহুড়া করতে চায় না বিসিবি। যে কারণেই তাকে দলের বাইরে রেখে এশিয়া কাপে যাচ্ছে সাকিব আল হাসানের দল।