লিটনের ফর্ম নিয়ে চিন্তিত নন হাথুরুসিংহে
এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। যদিও বাংলাদেশের ম্যাচ একদিন পরে, ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপের অপর দল আফগানিস্তান। পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল উঠবে সুপার ফোরে।
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।
লিটন দাসের সাম্প্রতিক ফর্ম উদ্বেগের কারণ কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে জানান, 'আমার তা মনে হয় না। লিটন নিজেও জানে সে আরো ভালো করতে পারে। সেটা টিম ম্যানেজমেন্টও মনে করে। সে সম্প্রতি কানাডা এবং শ্রীলঙ্কাতে খেলেছে। তবে সেগুলো টি-টোয়েন্টি। সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।'
সুপার ফোরে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ কোচ, 'আমাদের প্রথম লক্ষ্য সুপার ফোর নিশ্চিত করা। আমরা শ্রীলঙ্কার মাটিতে তাদেরই বিপক্ষে খেলব, তারা সেখানে খুবই শক্তিশালী দল। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানে খেলব, যেখানে তারা সিরিজ জিতেছে। চ্যালেঞ্জটা কঠিন হলেও আমরা সেটি উতরাতে চাই।'
সাকিব আল হাসানকে এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এর ফলে তিন ফরম্যাটেই এখন তিনি দলের নেতা। এটি বাড়তি কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন না হাথুরুসিংহে, 'একজন ভালো অধিনায়ক সব দলই চায়। সেটি একটা ফরম্যাট নাকি তিনটা ফরম্যাট তা মুখ্য নয়। এখনকার দিনে একজনের জন্য সব ফরম্যাটে অধিনায়কত্ব করা একটু কঠিনই। এখানে কোচ এবং বাকি খেলোয়াড়দের সঙ্গে অধিনায়কের যোগাযোগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'