আফগানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ
হারলেই বিদায়, জিতলে বেঁচে থাকবে সুপার ফোরের সম্ভাবনা; সহজ সমীকরণ। তবে পথটা সহজ নেই সাকিব আল হাসানের দলের। ফরম্যাট বিবেচনায় আফগানিস্তান তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়ার কথা থাকলেও তেমন আর নেই। উল্টো আফগানদের নিয়ে চিন্তায় বাংলাদেশ, এই ম্যাচে হারলেই যে এশিয়া কাপ থেকে বিদায়!
অথচ প্রিয় ফরম্যাটে খেলা বলে দারুণ কিছু করার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে দেখা মেলে অচেনা বাংলাদেশের। চরম ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে ১৬৪ রান তোলা দলটি হার মানে ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচটি তাই হয়ে উঠেছে টিকে থাকার লড়াই।
শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ম্যাচ খেলে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি জিতলেই যে সুপার ফোর নিশ্চিত হবে সাকিবদের, তেমনও নয়। আছে আরও সমীকরণ।
প্রথম ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা, সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি জিততে পারলে সুপার ফোরের দৌড়ে টিকে থাকবে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানরা হারলে লঙ্কানদের সঙ্গে সুপার ফোরের টিকেট মিলে যাবে সাকিবদের, বাদ পড়বে আফগানিস্তান।
কিন্তু আজ বাংলাদেশ জিতলে এবং আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে এই গ্রুপের তিন দলেরই সমান ২ পয়েন্ট করে হবে। তখন রান রেটের বিবেচনায় দুই দল সুপার ফোরে উঠবে। তবে বৃষ্টি বাগড়ায় কোনো ম্যাচ না হলে হিসেব পাল্টে যাবে।
সব হিসেব সরিয়ে রেখে বাংলাদেশ অবশ্য সেরা ক্রিকেট খেলার অপেক্ষায়। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত বলেছেন, 'আমরা এখন ভারত ও পাকিস্তান নিয়ে ভাবছি না। এই মুহূর্তে আমরা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি। পাকিস্তানে আমরা একটি ভাল ম্যাচের প্রত্যাশা করছি।'
'আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ভালো করতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছি আমরা। কিন্তু আমরা অতীত নিয়ে ভাবছি না। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু হবে বলেই আমাদের বিশ্বাস । আমি মনে করি, আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নেই। আফগানিস্তানের বিপক্ষে কীভাবে ভালো করা যায়, সেদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।' যোগ করেন তিনি।
শান্ত চিন্তার কিছু না দেখলেও বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের কপালে চিন্তার ভাজ। আফগানদের বিশ্বমানের বোলিং ভাবাচ্ছে লঙ্কান এই কোচকে, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ অন্যতম সেরা। অবশ্যই এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলেছি। ব্যাটসম্যানরা সাফল্য পেয়েছে। এটা নির্ভর করছে ওই দিনে আপনি কীভাবে পারফর্ম করছেন। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ নিতে হবে আমাদের।'