পাঁচ বছর পর সিলেটে টেস্ট ক্রিকেট
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে ২০১৮ সালের ৩ নভেম্বর টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। কিন্তু ওই অভিষেক পর্যন্তই, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হলেও এই মাঠটিতে আর কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। অবশেষে অপেক্ষা ফুরাতে যাচ্ছে, টেস্ট ক্রিকেট ফিরতে যাচ্ছে সিলেটের মাঠটিতে।
টেস্ট ভেন্যু হিসেবে নভেম্বরে যাত্রা শুরু হয়েছিল সিলেট স্টেডিয়ামের, সেই নভেম্বরেই ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরম্যাট ফিরতে যাচ্ছে মাঠটিতে। দীর্ঘ পাঁচ বছর পর আগামী নভেম্বরে এই মাঠে অনুষ্ঠিত হবে কোনো টেস্ট ম্যাচ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামী ২৮ নভেম্বর সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল। এই সিরিজের টাইটেল স্পন্সরশিপ ঘোষণার জন্য সোমবার সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইটেল স্পন্সর হিসেবে ডাচ বাংলা ব্যাংকের নাম ঘোষণা করার সময় সিলেটে টেস্ট ফেরার কথা জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ।
তিনি বলেন, 'ওয়ানডে সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। এই সিরিজ শেষে বিশ্বকাপ খেলতে যাবে তারা। বিশ্বকাপের পরপরই আবার টেস্ট সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সিলেটে শুরু হবে ২৮ নভেম্বর। ৬ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।'
১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসা নিউজিল্যান্ড আজ সোমবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে। প্রথম ওয়ানডের আগে আরও কয়েকদিন অনুশীলনের সুযোগ পাচ্ছে তারা। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিনটি ওয়ানডে আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।