হাথুরুসিংহের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রধান কোচ নিক পোথাস
১০ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে কিউইরা। দুদিন পরই শুরু সিরিজ, কিন্তু এ সময়ে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেকে পাচ্ছে না বাংলাদেশ। ছুটিতে থাকায় প্রথম দুই ওয়ানডেতে দলের সঙ্গে থাকবেন না লঙ্কান এই কোচ। তার অনুপস্থিতে এই দুই ম্যাচে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নিক পোথাস।
মঙ্গলবার মিরপুরে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, 'চান্দিকা হাথুরুসিংহে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে থাকবেন না। তার স্ত্রীর মেজর সার্জারি আছে। ২৫ সেপ্টেম্বর তিনি আসবেন। ২৬ তারিখ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ থাকবেন নিক পোথাস।'
এশিয়া কাপ শেষে গত ১৬ সেপ্টেম্বর দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু হাথুরুসিংহে থেকে যান শ্রীলঙ্কার কলম্বোতে। সেখান থেকে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন তিনি। স্ত্রীর অস্ত্রোপচার করাতে হবে বলে সিরিজের মাঝেই ছুটি নিয়েছেন হাথুরুসিংহে।
হাথুরুসিংহের অবর্তমানে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে নিক পোথাসের। এশিয়া কাপের আগেও ছুটিতে ছিলেন হাথুরুসিংহে, সে সময় বাংলাদেশের ক্যাম্প পরিচালনা করেন সহকারী কোচের দায়িত্ব পালন করে আসা পোথাস।
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ। কয়েকটি পজিশন নিয়ে করা হবে পরীক্ষা নিরীক্ষা। প্রথম দুই ওয়ানডে দেখেই ঘোষণা করা হবে বিশ্বকাপের দল। জালাল ইউনুস বলেন, 'আমরা চেষ্টা করব ২৫ তারিখের মধ্যে দল দেওয়ার। না হলে ২৬ তারিখে অবশ্যই পাবেন।' ২১ ও ২৩ সেপ্টেম্বর সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে, শেষ ম্যাচটি হবে ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই মিরপুরে হবে।