চ্যাম্পিয়ন্স লিগ: জয় দিয়ে শুরু সিটি, বার্সেলোনা, পিএসজির
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে ফেভারিটরা। ঘরের মাঠে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, নতুন মাঠে জয় তুলে নিয়েছে বার্সেলোনা, কিলিয়ান এমবাপ্পের পিএসজিও জিতেছে নিজেদের মাঠে।
রেডস্টারের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন সিটিকে বেশ ঘাম ঝরিয়েই জিততে হয়েছে। বার্সেলোনা বিধ্বস্ত করেছে এন্টওয়ার্পকে, শক্তিশালী ডর্টমুন্ডকে হারিয়েছে পিএসজি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ধারার বিপরীতে রেডস্টারকে এগিয়ে দেন বুখারি। প্রথমার্ধ ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সিটি। এরপরই যেন নিজেদের খুঁজে পায় সিটিজেনরা। হুলিয়ান আলভারেজ ৮ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে দেন গার্দিওলার দলকে। রদ্রি দলের হয়ে তৃতীয় গোল করে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেন।
এদিকে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে আলো ছড়িয়েছেন জোয়াও ফেলিক্স। তার জোড়া গোলের সাথে লেভানদডোভস্কি, গাভি আর একটি আত্মঘাতী গোলে এন্টওয়ার্পকে ৫-০ গোলে উড়িয়েছে জাভির দল।
পার্ক দে প্রিন্সেসে পিএসজির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি এবং আশরাফ হাকিমির গোলে জার্মান জায়ান্ট ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে পিএসজি।