সামাজিক যোগাযোগমাধ্যমের কিছুই দেখেন না লিটন
এশিয়া কাপ ভালো যায়নি বাংলাদেশের। বেশিরভাগ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা বাংলাদেশ দুটি ম্যাচ জিতেছে। এর মধ্যে একটি নিয়ম রক্ষার ম্যাচ, যে ম্যাচে ভারতের একাদশে ছিলেন না দলটির নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটার। এমন একটি টুর্নামেন্টের পর বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হওয়ার কথা, সমালোচনা থাকলেও সেটা পারফরম্যান্স কেন্দ্রীক হওয়ার কথা।
কিন্তু গত কদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে অন্য আলোচনা, আর বিষয়টি পুরোপুরি মাঠের বাইরের। ভারতের বিপক্ষে অভিষেক হওয়া তানজিম হাসান সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট নিয়ে চরম সমালোচনা চলছে। নারী বিদ্বেষমূলক কথা বলায় প্রবল সমালোচনার মুখে নিজের ভুল স্বীকার করে বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তরুণ এই ক্রিকেটার। এই ঘটনায় তাকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কেবল তানজিম সাকিবের এই ঘটনাটিই নয়, অতীতে মাঠের বাইরের অনেক ব্যাপার নিয়েই উত্তপ্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেট। এসব বিষয় কি ক্রিকেটারদের মানসিকভাবে প্রভাবিত করে? নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডের আগের দিন লিটন কুমার দাস জানালেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ মাঠের বাইরের কিছুতে নজর দেন না তিনি। এই সিরিজে অধিনায়কত্ব পাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'দেখি না ভাই ওগুলো।'
আন্তর্জাতিক ক্রিকেট, সঙ্গে ঘরোয়া ক্রিকেটের চাপ; এসব সামলে মাঠের বাইরের কোনো কিছুতে চোখ রাখার মতো সময় থাকে না বলে জানান লিটন। তার মতে মাঠের বাইরের বিষয়গুলো ক্রিকেটারদের প্রভাবিতও করে না, 'এখন এতো পরিমাণে খেলা, সোশ্যাল মিডিয়া দেখার মতো সময় আমাদের হাতে নেই, কোনো খেলোয়াড়েরই নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে, পরিবারকে সময় দেয়। আমার মনে হয় না কোনো খেলোয়াড়কে এসব প্রভাবিত করে।'
দ্বিতীয় সারির দল নিয়ে সফরে এসেছে নিউজিল্যান্ড। বাংলাদেশও গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। এই সিরিজের দলে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা। বিশ্বকাপ দল বাছাইয়ের কথা মাথায় রেখে বেশ কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে এই সিরিজ।
মূলত এই সিরিজটা বাংলাদেশের কাছে পরীক্ষা-নিরীক্ষা চালানোর। এর বাইরেও অবশ্য প্রত্যাশার কথা জানালেন লিটন। তার ভাষায়, 'অর্জনের অনেক কিছু আছে। আমরা যখন মাঠে নামব, তখন প্রথম জিনিস হলো জেতার জন্য মাঠে নামব। এটা হচ্ছে বড় একটা অর্জন। আপনি দেশের হয়ে ম্যাচ জিতবেন, এটাই সবচেয়ে বড় জিনিস। আর অবশ্যই যেসব খেলোয়াড় আছে এখানে, বিশ্বকাপের প্রস্তুতি চলছে।'