হাসানের ‘মানকাড’, ব্যাটসম্যানকে ফিরিয়ে আনলেন লিটন
'মানকাডিং' করে নিউজিল্যান্ডের ইশ সোধিকে আউট করলেন হাসান মাহমুদ। টিভি আম্পায়ারের সাহায নিয়ে সোধিকে আউট ঘোষণার পর কিউই এই স্পিনার মাঠ ছাড়ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হলো না। আম্পারের সঙ্গে আলাপ করে সোধকে উইকেটে ফিরিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন সাকিব আল হাসানের অবর্তমানে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া লিটন কুমার দাস।
বোলার ডেলিভারি দেওয়ার আগেই নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান পপিং ক্রিজ ছাড়লে স্টাম্প ভেঙে তাকে আউট করতে পারেন বোলার। এটাকে এতোদিন মানকাডিং বলা হতো। কিন্তু গত বছর এই আউটের ধরনের নাম বদলে রান আউট করে আনুষ্ঠানিকভাবে এর বৈধতা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসির নির্ধারিত কয়েকটি আউটের ধরনের মধ্যে এটা একটা। নিয়ম অনুযায়ী সোধি আউট ছিল, কিন্তু এভাবে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউট করতে চাননি লিটন। এ কারণেই অধিনায়কত্বের বলে সোধিকে ফেরান তিনি। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে এমন ঘটনা ঘটেছে।
টসে জিতে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসের ৪৬তম ওভারের খেলা চলছিল। বোলার হাসান তার চুতর্থ ডেলিভারি করতে যাচ্ছিলেন। কিন্তু নন স্ট্রাইকে থাকা সোধি পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় ডেলিভারি না করে স্টাম্প ভাঙেন হাসান। আউট নিয়ে নিশ্চিত না হওয়ায় হাসান আবেদন করেন।
টিভি আম্পায়ারের সাহায্য নিয়ে ২৬ বলে ১৭ রান করা সোধিকে আউট ঘোষণা করেন মাঠের আম্পায়ার। মাঠ ছাড়ছিলেন নিউজিল্যান্ডের এই লেগ স্পিনার। সাজঘরে ফেরার জন্য সোধি তখন বাউন্ডারি রোপের একেবারে কাছাকাছি, নতুন ব্যাটসম্যান ট্রেন্ট বোল্টও বাইরে প্রস্তুত।
এমন সময়ে আম্পায়ারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করেন লিটন। সঙ্গে সঙ্গেই সোধিকে ফেরার সবুজ সঙ্গেত দেন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারাইস ইরাসমাস। ফিরে আগে হাসানকে ধন্যবাদ জানান সোধি, গলাও মেলান এই দুই ক্রিকেটার। জীবন পাওয়া সোধি শেষ পর্যন্ত ৩৯ বলে ৩টি ছক্কায় ৩৫ রান করেন। অর্থাৎ, জীবন পেয়ে আরও ১৮ রান করেন তিনি।