নেইমারের মাথায় পপকর্ন ঢাললেন দর্শকরা
নেইমার পুরো ম্যাচজুড়েই খেলেছেন দারুণ। তবুও ভেনেজুলেয়ার বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আটকে দিয়েছে ভেনেজুয়েলা।
ম্যাচটি শেষ হয়েছে ১–১ গোলের সমতায়। এতে ১৫ ম্যাচ পর ড্র করার স্বাদ পেল ব্রাজিল। নেইমারই করিয়েছেন ব্রাজিলের গোলটি। তার নেওয়া কর্নার থেকে সাম্বার দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল। যা ৮৫ মিনিটে শোধ করেন ভেনেজুয়েলার ভেলো।
ম্যাচশেষে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ড্রয়ের পর মাঠ ছাড়ার সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে নেইমারকে। টানেলের ঢোকার মুখে নেইমারের মাথায় পপকর্নও ঢেলেছেন দর্শকরা।
এ সময় তার মাথায় পপকর্নের প্যাকেটটিও ছুড়ে মারা হয়। এ ঘটনায় কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়াতে দেখা যায় নেইমারকে। এরপর উচ্চস্বরে রাগান্বিত হয়ে কিছু বলতেও দেখা যায় তাঁকে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এ দৃশ্য।
ঘরের মাঠে অপেক্ষাকৃত কম শক্তির ভেনেজুয়েলার বিপক্ষে ড্র হয়তো মানতে পারেননি সেই দর্শকরা। সেই ক্ষোভই তারা ঝেড়েছেন ব্রাজিলের সেরা তারকার মাথায় পপকর্ন ঢেলে!