কোহলির জার্সি নেওয়ায় বাবরের ওপর ক্ষেপেছেন ওয়াসিম আকরাম
মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান সব সময়ই চিরপ্রতিদ্বন্দ্বী। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। তবে ম্যাচ শেষে বোঝার উপায় নেই যে কোহলি-বাবরদের মধ্যে মাঠে চলে তুমুল প্রতিযোগিতা।
গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও দেখা গেছে ভারত-পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যের এক ঘটনা, যা পছন্দ হয়নি পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরামের।
ওয়ানডে বিশ্বকাপে এর আগে সাতবার ভারতের মুখোমুখি হয়ে সাতবারই তিক্ত পরাজয়ের স্মৃতি নিয়ে পাকিস্তান খেলতে নেমেছিল গতকাল। আহমেদাবাদে ভারত ব্যবধান করেছে ৮-০।
১১৭ বল হাতে রেখেই পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। ম্যাচ শেষে দেখা করেছেন বিরাট কোহলি ও বাবর আজম। বাবরকে কোহলি নিজের জার্সিও উপহার দিয়েছেন।
কোহলির স্বাক্ষর চেয়েছেন পাকিস্তান অধিনায়ক। তখন নিজের ১৮ নম্বরের জার্সির পেছনে অটোগ্রাফ দিয়েছেন কোহলি। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। ব্যাপারটি প্রশংসা পেলেও ওয়াসিম আকরামের মোটেও পছন্দ হয়নি।
সাবেক পাকিস্তানি পেসারের মতে, এমন বড় পরাজয়ের পর কোহলির থেকে সরাসরি জার্সি নেওয়া উচিত হয়নি বাবরের। স্থানীয় এক চ্যানেলে পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি এই পেসার বলেন, 'মাঠে কোহলির সঙ্গে দেখা করা উচিত হয়নি বাবরের। কোহলির সঙ্গে এভাবে সরাসরি দেখা করার মতো পরিস্থিতি এখন নয়। ব্যক্তিগতভাবে কোহলির কাছ থেকে জার্সি নিতে পারত বাবর।'