সাংবাদিকদের সঙ্গে 'অনাকাঙ্ক্ষিত' ঘটনার জন্য লিটনের দুঃখপ্রকাশ
পুনেতে বাংলাদেশের টিম হোটেলে সংবাদকর্মীদের সঙ্গে করা দুর্ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করেছেন লিটন দাস। তিনি দাবি করেছেন, সেখানে সংবাদকর্মীদের উপস্থিতি বুঝতে পারেননি তিনি।
এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সমালোচনার মুখে পড়েন লিটন। সোমবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন লিটন।
লিটন লিখেছেন, 'গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখপ্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।'
উল্লেখ্য, পুনেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড পুনে হোটেলে রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন, এটি জানতে পেরে টিম হোটেলে যান বিশ্বকাপে কাজ করতে আসা সাংবাদিকরা। প্রধান নির্বাচক তখন হোটেল না থাকায় লম্বা সময় অপেক্ষা করতে হয় তাদের।
তখন লিটনকে দেখতে পেয়ে তার ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন উপস্থিত সাংবাদিকরা। এই ওপেনার তখন হোটেলের নিরাপত্তাকর্মীদের কাছে কিছু বলেন, হাত দিয়ে সাংবাদিকদের দিকে ইশারাও করেন।
পরবর্তীতে নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের চলে যেতে বলেন। যা ভালোভাবে নেননি তারা।