দারুণ শুরুর পর কামিন্স-জ্যাম্পা তোপে অল্পতেই শেষ শ্রীলঙ্কার ইনিংস
অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনাই পেয়েছিল শ্রীলঙ্কা। অজি অধিনায়ক প্যাট কামিন্স ও অ্যাডাম জ্যাম্পার বোলিং তোপের মুখে হঠাৎ বিপর্যয় ও বৃষ্টি বিরতিতে চোখের পলকে শেষ হয়ে গেল তাদের ইনিংস। উদ্বোধনী জুটি থেকে ১২৫ রান পাওয়ার দলটিই পরের ৯ উইকেটে তুললো মাত্র ৮৪ রান। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সামান্যই থেকে গেল শ্রীলঙ্কার সংগ্রহ।
চলমান বিশ্বকাপে আজ সোমবার ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। টসে জিতে আগে ব্যাটিং করতে নামা লঙ্কানরা দারুণ শুরুর পর বড় সংগ্রহের পথে এগোচ্ছিল। কিন্তু হঠাৎ হারানো দলটি বড় সংগ্রহ তো দূরের কথা, লড়াই করার পুঁজি গড়তে পারেনি।
৪৩.৩ ওভারে ২০৯ রানে থেমে গেছে শ্রীলঙ্কার ইনিংস। প্রথম দুই ম্যাচে হারলেও তিনশ ছাড়ানো সংগ্রহ গড়ে লঙ্কানরা, এবার পুরো ৫০ ওভারই ব্যাটিং করতে পারলো না তারা। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরার হাফ সেঞ্চুরির পর শ্রীলঙ্কার কেবল একজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। বাকিরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। এই আট ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ ৯ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস।
অসাধারণ ব্যাটিংয়ে দলকে দারুণ শুরু এনে দেন শ্রীলঙ্কার নিসাঙ্কা ও পেরেরা। উদ্বোধনী জুটিতে ২১.৪ ওভারে ১২৫ রান যোগ করেন এই দুজন। জুটি গড়ার মাঝে দুজই তুলে নেন হাফ সেঞ্চুরি। ৬৭ বলে ৮টি চারে ৬১ রান করা নিসাঙ্কাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কামিন্স। এরপরও বিপদে পড়তে হয়নি লঙ্কানদের।
কিন্তু কিছুক্ষণ পর ৮২ বলে ১২টি চারে ৭৮ রান করা পেরেরাকে অজি অধিনায়ক আউট করলে খেই হারিয়ে বসে শ্রীলঙ্কা। এই সুযোগ তাদের চেপে ধরেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা, তোপ দাগেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলও। ২ উইকেট হারানোর পর যে ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে, তাদের কোনো ব্যাটসম্যানই তা আর কাটিয়ে তুলতে পারেননি।
নিয়মিত ধারায় উইকেট হারানো শ্রীলঙ্কা ২০০ ছাড়িয়েই অলআউট হয়ে যায়। কেবল চারিথ আসালাঙ্কা কিছুটা প্রতিরোধ গড়েন। ২৬ বছর বয়সী এই লঙ্কান অলরাউন্ডার ৩৯ বলে একটি ছয়ে ২৫ রান করেন। ৮ ওভারে ৪৭ রানে ৪টি উইকেট নেন জ্যাম্পা। ২টি করে উইকেট পান স্টার্ক ও কামিন্স। একটি উইকেট নেন ম্যাক্সওয়েল।