জোড়া গোলে মেসির রেকর্ডের ম্যাচে টানা চার আর্জেন্টিনার, ব্রাজিলের হার
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের জয়ের ধারা অব্যহত রেখেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে পেরুকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি গোলই করেছেন লিওনেল মেসি।
অপরদিকে উরুগুয়ের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে বসেছে ব্রাজিল। সাথে আরেকটি দুঃসংবাদও পেতে হয়েছে তাদের, চোট পেয়ে ৪৪ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন নেইমার। লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে তার।
পেরুকে হারানোর ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়েছেন মেসি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। আর্জেন্টাইন কিংবদন্তি ছাড়িয়ে গেছেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজকে। বাছাইপর্বে মেসির গোল এখন ৩১টি। সুয়ারেজ করেছেন ২৯টি গোল।
ম্যাচের প্রথমার্ধেই ৩২ ও ৪২ মিনিটে গোল দুটি করেন মেসি। আর তাতেই ম্যাচের ভাগ্য গড়ে দেন এলএম টেন। চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে এবারের আন্তর্জাতিক বিরতির সময়টা ভুলেই যেতে চাইবে ব্রাজিল। আগের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার পর এবার হেরেই গেছে স্থায়ী কোচবিহীন সেলেকাওরা। উরুগুয়ের মাঠে ব্রাজিল ডুবেছে দারউয়িন নুনেজ ও ডে লা ক্রুজের গোলে। মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে যোগ হয়েছে নেইমারের চোট।
চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ব্রাজিল। বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেতে শীঘ্রই নিজেদের সেরা ফর্মে ফেরা জরুরি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।