হঠাৎ ঢাকায় লিটন দাস
বিশ্বকাপের মধ্যেই এর আগে ঢাকায় ঘুরে গেছেন সাকিব আল হাসান। এবার এলেন লিটন দাসও।
কলকাতা থেকে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ দল পরের ম্যাচের ভেন্যু দিল্লিতে পৌঁছালেও দলের সঙ্গী না হয়ে ওপেনার লিটন চলে এসেছেন ঢাকায়।
দলীয় সূত্রে জানা গেছে, 'জরুরি পারিবারিক' কারণে লিটন ঢাকা এসেছেন। আজকের দিনটা বিশ্রাম নিয়ে দিল্লিতে আগামীকাল অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। লিটন তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন।
এর আগে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর দলের সঙ্গে কলকাতা না গিয়ে অধিনায়ক সাকিব এসেছিলেন ঢাকায়। উদ্দেশ্য ছিল তার ছোটবেলার মেন্টর নাজমুল আবেদীনের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করা।
ঢাকায় তিন দিন থাকার কথা থাকলেও সাকিব একদিন আগেই ফিরে যান কলকাতা। তার আগে মিরপুরে অনুশীলন করেছেন দুই দিন।