সাকিবদের জন্য ‘ভাইব ক্রিয়েট’ করতে চান জ্যোতিরা
বিশ্বকাপে কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমি-ফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া দলটি কেবল হেরেই চলেছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ার পর টানা ছয় ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের দল। আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের। এমন খারাপ সময়ে দলকে সমর্থন দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করেন জ্যোতি, তবে সব ছাপিয়ে পুরুষ দলের সবচেয়ে বড় ভক্ত তিনি। এমন দুঃসময়ে দল নিয়ে কে কী, কারা সমালোচনা করছে; সেদিকে না তাকিয়ে সাকিব-মুশফিকদের জন্য ইতিবাচক আবহ তৈরি করার কথা বলছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার ভাষায় সেটা 'ভাইব ক্রিয়েট' করা।
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামার আগের দিন পুরুষ দল নিয়ে জ্যোতি বলেন, 'বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলছি, তার চেয়ে বড় বিষয় বাংলাদেশের বড় ফ্যান। সময় খারাপ যাচ্ছে। আমরা (পুরুষ দল) যাই করতে যাচ্ছি, আমাদের পক্ষে আসছে না। এর মানে এমন না যে, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব না। অনেকে অনেক কথা বলবে, খেলোয়াড় বা ভক্ত হিসেবে আমাদের সবার উচিত তাদেরকে ব্যাক করা, সাপোর্ট করা, পজিটিভ ভাইব ক্রিয়েট করা তাদের জন্য। এখন পর্যন্ত দুটি ম্যাচ আছে আমাদের জন্য।'
ঘরের মাঠে দারুণ ছন্দে আছে বাংলাদেশ নারী দল। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা। ওয়ানডেতেও একই লক্ষ্য মেয়েদের। পুরুষ দলের খারাপ সময়ে ভালো পারফরম্যান্স করে সবার দৃষ্টি নিজেদের দিকে নিতে চান? এমন প্রশ্নের উত্তরে জ্যোতি বললেন, 'ছেলে এবং মেয়ে; দুটো দলই কিন্তু বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছে। এখানে লাইম লাইট নেওয়ার মতো কিছু দেখছি না। আমরা আমাদের অবস্থান থেকে খেলছি, তারা তাদের অবস্থান থেকে। কিন্তু দিনশেষে দেশের প্রতিনিধিত্ব করছি।'
'উনারা (পুরুষ দল) ভালো করছেন না, উনারা ভালো না করলে অনেক বেশি হাইলাইট হবো, এটা কোনোভাবেই কাম্য না। ছেলেদের ক্রিকেট-মেয়েদের ক্রিকেটে তফাৎ অবশ্যই আছে। তারা তাদের দিক থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, আমরা আমাদের দিক থেকে। কিন্তু অবশ্যই ভালো খারাপ দিন আসতে পারে। আমরা চাই আমাদের দিক থেকে ভালো করতে, আমাদের মতো করে হাইলাইট হতে। এমন না যে তারা খারাপ করছে, আমরা ভালো করলে হাইলাইট হয়ে যাবো। যে ভালো করছে, তাকেই আপনাদের তুলে ধরা উচিত।' যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।