রেকর্ড চূড়ায় শচিনের সঙ্গী কোহলি, ভারতের বড় সংগ্রহ
শচিন টেন্ডুলকারকে আদর্শ মানেন বিরাট কোহলি। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান এক সাক্ষাৎকারে বলেছিলেন, শচিনকে দেখেই ক্রিকেট খেলা শুরু করেন তিনি। আজ তিনি যা, সবই শচিনের কারণে। এ কারণেই কিনা নিজের জন্মদিনে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে শচিনকে ছুঁয়ে বুনো উল্লাস করলেন না কোহলি। ব্যাট উঁচিয়ে সারলেন উদযাপন, উপরে তাকিয়ে সৃষ্টিকর্তা জানালেন কৃতজ্ঞতা। তবে এতটুকুর মাঝেই তার চোখে-মুখে থাকলো অপার এক প্রশান্তির ছাপ।
শচিন এবং কোহলি; ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা দুই ব্যাটসম্যান। ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি করে এতোদিন রেকর্ডের চূড়ায় ছিলেন শচিন। সেই চূড়ায় আজ পা রাখলেন কোহলি। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি তুলে নিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে কোহলির রেকর্ড ছোঁয়া সেঞ্চুরির দিনে রানের দেখা পেয়েছেন শ্রেয়াস আইয়ার ও অধিনায়ক রোহিত শর্মাও। শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজা। এই কজনের ব্যাটে টস জিতে আগে ব্যাটিং করা ভারত ৫ উইকেটে ৩২৬ রানের বড় সংগ্রহ গড়েছে। এই রান পাড়ি দিয়ে জিততে বিশ্বকাপে নিজেদের রেকর্ড বদলাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। বিশ্ব আসরে তাদের সর্বোচ্চ রান তাড়া ২৯৬, ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে।
তিন নম্বরে নেমে শেষ পর্যন্ত ব্যাট চালানো কোহলি ১২১ বলে ১০টি চারে ১০১ রানের ইনিংস খেলেন। এবারের বিশ্বকাপে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি, সব মিলিয়ে চতুর্থ। তবে অন্তত আরও তিনটি সেঞ্চুরির দেখা পেতে পারতেন তারকা এই ব্যাটসম্যান। খুব কাছে গিয়ে খেই হারানোয় সেটা হয়নি। ঘরের মাঠে বিশ্বকাপে রানের ফোয়ারা বইয়ে দেওয়া কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫, নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান করে আউট হন।
তাতে অবশ্য আক্ষেপ থাকার কথা নয় কোহলির। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের ক রা রেকর্ড ভাগ বসালেন, সামনে তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। এবারের বিশ্বকাপে দল দুর্বার গতিতে এগোচ্ছে, নিজের ব্যাটে রানের বন্যা। ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিসহ ১০৮.৬০ গড়ে ৫৪৩ রান করেছেন কোহলি, যা এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ।
আজকের ইনিংসটি দিয়ে শচিনের পাশে নাম বসানোর পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে গেছেন কোহলি। ৩৪ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিসহ ৫৮.২৫ গড়ে ১ হাজার ৫৭৩ রান করেছেন তিনি, আছেন তিন নম্বরে। তার উপরে কেবল অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং ও শচিন। এ ছাড়া চতুর্থ সেঞ্চুরি করে নাম বসিয়েছেন সোরভ গাঙ্গুলী, মার্ক ওয়াহ, এবি ডি ভিলিয়ার্স, মাহেলা জয়াবর্ধনের পাশে।
কোহলির বিশেষ দিনে খুনে ব্যাটিং করেন রোহিত। ইনিংস উদ্বোধন করতে নেমে শুরুতেই চড়াও হওয়া ভারতীয় অধিনায়ক ২৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন। শুভমান গিল এদিন টিকতে পারেননি, ২৩ রান করে থামেন তিনি। এরপর কোহলি ও শ্রেয়াসের ১৩৪ রানের জুটি। ৮৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭৭ রান করা শ্রেয়াসের বিদায়ে ভাঙে এই জুটি।
৮ রান করা লোকেশ রাহুলের বিদায়ের পর সূর্যকুমারের সঙ্গে ২৪ বলে ৩৬ ও জাদেজার সঙ্গে ২৪ বলে ৪১ রানের জুটি গড়েন কোহলি। সূর্যকুমার ১৪ বলে ৫টি চারে ২২ রান করেন। প্রোটিয়া বোলারদের শাসন করে খেলা জাদেজা ১৫ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকা এদিন অতিরিক্ত রান বেশ দিয়েছে, ২৬ রান খরচা করে তারা। এনগিডি, ইয়ানসেন, রাবাদা, মহারাজ ও শামসি একটি করে উইকেট পান।