শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
বিশ্বকার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে আগেই, বাকি কোনো চাওয়াও পূরণ হয়নি বাংলাদেশের। লক্ষ্য এখন একটাই, শেষ ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করা। এ লক্ষ্যে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অবশ্য অল্প ব্যবধানে হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার আশা বেঁচে থাকবে তাদের।
ভারতের চলমান বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচটিতে টন ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সাকিব আল হাসানের বর্তমানে অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত বলেছেন, তারও ইচ্ছা ছিল ব্যাটিং করারই। ম্যাচটি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে।
চোটের কারণে ছিটকে গেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, তার জায়গায় পরিবর্তন আনতেই হতো। এ ছাড়া আরও দুটি পরিবর্তন এসেছে একাদশে। বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। এ তিনজনের জায়গায় খেলছেন মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।