অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
এক ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে। প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে বিশ্বকাপের আয়োজক ভারত। আজ দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে টস ভাগ্য পক্ষে গেছে দক্ষিণ আফ্রিকার। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
অস্ট্রেলিয়ার একাদশে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস ও শন অ্যাবট। চোট কাটিয়ে ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংস খেলা গ্লেন ম্যাক্সওয়েল। ফিরেছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্কও।
দক্ষিণ আফ্রিকার একাদশেও দুটি পরিবর্তন এসেছে। একাদশে নেই দুই পেসার লুঙ্গি এনগিডি ও আন্দিলে ফেলুকওয়াও। ফিরেছেন পেসার মার্কো ইয়ানসেন ও বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসি।
বিশ্বকাপে এখন পর্যন্ত সাতবার দেখা হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। ৪টিতে জিতেছে অজিরা, প্রোটিয়ারা জিতেছে ৩টি ম্যাচ। এবার নিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব আসরে সেমি-ফাইনালে লড়ছে দল দুটি। আগের দুই সাক্ষাতেই জেতে অস্ট্রেলিয়া। এর মধ্যে ১৯৯৯ বিশ্বকাপের ম্যাচটি স্মরণকালের অন্যতম সেরা। রোমাঞ্চ ঠাসা সেই ম্যাচে নাটকীয় জয় পায় অজিরা।
অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজা, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।