বিশ্বকাপ ফাইনাল: ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
অপেক্ষার প্রহর শেষ, শিরোপার লড়াই শুরু হতে আরও মাত্র কয়েক কিছুক্ষণ বাকি। দীর্ঘ পথ পেরিয়ে নিজেদের সেরা প্রমাণ করা দুই দল ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের ফাইনালে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে। কোনো দলই একাদশে পরিবর্তন আনেনি।
এবারের বিশ্বকাপে ভারতের পথচলা ছিল দুর্বার। তারাই একমাত্র দল, যারা এখনও কোনো ম্যাচ হারেনি। টানা ৯ জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করা স্বাগতিক দেশটি ফাইনালে ওঠার লড়াইয়ে রানের পাহাড় গড়ে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে। অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম দুই ম্যাচেই হারে তারা। তৃতীয় ম্যাচ দিয়ে জয়ে ফেরা দলটি এরপর আর হারেনি। লিগ পর্বে ৯ ম্যাচের ৭টিতে জেতা অস্ট্রেলিয়া রোমাঞ্চকর সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকেট কাটে।
বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ভারত। দাপট অজিদেরই বেশি, ৮টি ম্যাচে জিতেছে তারা, ভারতের জয় ৫টি। ফাইনালে একবারের সাক্ষাতে শেষ হাসি হেসেছিল অজিরা। বিশ্বকাপের মতো ওয়ানডেতের রেকর্ডেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১৫০ ম্যাচে তাদের জয় ৮৩টি, ভারত জিতেছে ৫৭টি ম্যাচ। ১০টি ম্যাচের ফল আসেনি।
১৯৮৭ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া পরে আরও চারবার নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার নিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আগের সাত ফাইনালে কেবল দুটিতে হেরেছে তারা। ২০১৫ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠা অজিরা আরও একবার বিশ্বসেরার মুকুট ছিনিয়ে নিতে প্রস্তুত।
২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ভারত। এবার নিয়ে চতুর্থবারের ফাইনাল খেলতে যাচ্ছে এশিয়ার এই ক্রিকেট পরাশক্তি। আগের তিন ফাইনালের দুটিতে জেতা ভারত একটিতে যে হার মানে, সেটা এই অস্ট্রেলিার বিপক্ষেই। ২০০৩ বিশ্বকাপে বড় ব্যবধানে হেরে যায় তারা। তাই ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধার করার মিশনের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরনো হিসাবটাও চুকিয়ে নিতে চায় ভারত।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।