রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ শুরু ভারতের
বিশ্বকাপের ফাইনাল শেষ হতে না হতেই আবারও মাঠে নেমে যেতে হয়েছে ভারত ও অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে দুই উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। বিশাখাপত্তমে জেতার জন্য ম্যাচের শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে ভারতকে।
অস্ট্রেলিয়ার দেওয়া ২০৯ রানের বড় লক্ষ্য দুই উইকেট হাতে রেখে টপকে যায় ভারত। ম্যাচের শেষদিকে নাটক জমে ওঠে। দারুণভাবে রান তাড়া করতে থাকা ভারত খেই হারায় শেষদিকে এসে। পরপর কয়েকটি উইকেট হারিয়ে আপাতদৃষ্টিতে সহজ কাজকে কঠিন বানিয়ে ফেলে তারা। শেষ ওভারে জয়ের জন্য সূর্যকুমার যাদবের দলের প্রয়োজন ছিল ৭ রান।
সেটি আরও সহজ হয়ে যায় ওভারে প্রথম বলেই রিংকু সিং চার মারলে। পরের বলে এক রান নিয়ে সমীকরণ চার বলে দুই রানে নামিয়ে আনেন রিংকু। এরপরই শুরু নাটকের। পরপর তিন বলে তিন উইকেট হারায় ভারত। শেষ বলে জয়ের জন্য এক রান দরকার ছিল স্বাগতিকদের। নো বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন রিংকু সিং, ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
অজিদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করে ভারতকে জেতানোর কারিগর অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইশান কিষান। যাদব ৪২ বলে নয় চার ও চার ছয়ে ৮০ রান করেন, কিষানের ব্যাট থেকে আসে ৩৯ বলে দুই চার ও পাঁচ ছয়ে ৫৮ রান। ২২ রানে দুই ওপেনার ফিরে যাওয়ার পর এই দুজনের ১১২ রানের জুটিই ভারতের জয়ের ভিত গড়ে দেয়।
এর আগে টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। তিনে নামা জস ইংলিস টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান। ৪৭ বলে সেঞ্চুরি তুলে নেওয়া ইংলিস আউট হওয়ার আগে ৫০ বলে ১১ চার ও আট ছয়ে করেন ১১০ রান। এছাড়া স্টিভেন স্মিথের ৪১ বলে আট চারে ৫২ রান বড় সংগ্রহ গড়তে অজিদের সাহায্য করে।