রেকর্ড গড়া সেঞ্চুরিতে অজিদের সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখলেন ম্যাক্সওয়েল
বৃথা গেক রুতুরাজ গায়কোয়াড়ের ১২৩ রানের অসাধারণ ইনিংস। যেদিন গ্লেন ম্যাক্সওয়েল জ্বলে ওঠেন সেদিন অবশ্য বাকিদের খুব বেশি কিছু করারও থাকে না। বিশ্বকাপের পর এবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের রূদ্রমূর্তি দেখালেন ম্যাক্সওয়েল।
'দ্য বিগ শো'র রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতের দেওয়া বড় লক্ষ্য ইনিংসের শেষ বলে টপকে গেছে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের আশাও বেঁচে রইল অজিদের, ভারত এগিয়ে থাকল ২-১ ব্যবধানে।
স্বাগতিকদের দেওয়া ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেড ভালো শুরু এনে দেন অজিদের। ১৮ বলে আট চারে ৩৫ রান করেন বিশ্বকাপ ফাইনালের এই সেঞ্চুরিয়ান। তবে এরপর পথ হারায় ক্যাঙ্গারুরা, জস ইংলিসও ফিরে যান মাত্র ১০ রান করেই। এরপর ম্যাক্সওয়েল ও স্টয়নিস মিলে ৬০ রানের জুটি গড়লেও বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি।
কিন্তু ম্যাক্সওয়েল যেন এরপরই নিজের আসল রূপে ফিরে গেলেন, অধিনায়ক ম্যাথু ওয়েডকে নিয়ে অস্ট্রেলিয়াকে এনে দিলেন এক স্মরণীয় জয়। শেষ তিন ওভারে অজিদের দরকার ছিল ৪৯ রান, শেষ ওভারে ২১। ইনিংসের শেষ বলে চার মেরে অজিদের জেতান ম্যাক্সি। এর মধ্যেই ৪৭ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি মারকুটে ব্যাটসম্যান। যা জস ইংলিস ও অ্যারন ফিঞ্চের সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত ৪৮ বলে আট চার ও ছয়ে ১০৪ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে তিন উইকেটে ২২২ রান তোলে ভারত। রুতুরাজ গায়কোয়াড় অপরাজিত থাকেন ৫৭ বলে ১২৩ রান করে। ইনিংসটিতে ১৩টি চার ও সাতটি ছয় মেরেছেন এই ওপেনার, শেষ তিন ওভারে ৬৭ রান সংগ্রহ করে ভারত, যার মধ্যে ম্যাক্সওয়েলের শেষ ওভার থেকেই আসে ৩০ রান। ব্যাটিংয়ে যে সেটি ভালোমতো পুষিয়ে দিয়েছেন ম্যাক্সি, তা আর বলতে!
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ১ ডিসেম্বর রায়পুরে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ খেলেই দেশে ফিরে যাওয়ার কথা ম্যাক্সওয়েল সহ অজিদের বিশ্বকাপ দলের আরও পাঁচ ক্রিকেটারের।