২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি?
ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ জয়ের পরই লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, আর্জেন্টিনার কোচের পদ ছাড়তে পারেন তিনি। কারণ হিসেবে স্পষ্ট করে কিছু না বললেও অনেকে ধরে নিয়েছেন ক্লান্তিই হতে পারে স্কালোনির কোচিং ছাড়ার কারণ। তার কথায়ও তেমন কিছুরই আভাস ছিল।
২০১৮ সালের আগস্ট মাসে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর আলবিসেলেস্তেদের এনে দিয়েছেন আন্তর্জাতিক সব শিরোপা। কোপা আমেরিকা, লা ফিনালিসিমার পর কাতারে জিতিয়েছেন বিশ্বকাপ। যা ছিল ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বসেরার খেতাব জেতা।
সবমিলিয়ে দলের মানদণ্ড অনেকে উঁচুতেই বেধে দিয়েছেন স্কালোনি। সেটি যে নিয়মিত ধরে রাখা কঠিন কাজ, তাও স্বীকার করেছেন মেসিদের কোচ। এরপরই দায়িত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন তিনি। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আর্জেন্টিনা ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়াসহ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন বলেও জানান স্কালোনি।
এবার গুঞ্জন শোনা যাচ্ছে, ২০২৪ কোপা আমেরিকাই হবে স্কালোনির শেষ টুর্নামেন্ট। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিবেন তিনি। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই কোপা আমেরিকার পর কিছুদিন কোচিং থেকে বিরতি নিয়ে এরপর ক্লাব ফুটবলে যোগ দিতে পারেন স্কালোনি। এমনটিই বলছে আর্জেন্টিনার গণমাধ্যমগুলো। লিও পারাদিজো নামের এক সাংবাদিকই মূলত এই খবরটি দিয়েছেন।