বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত
চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ভারত। প্রথম দুই ম্যাচ স্বাগতিকরা জেতার পর তৃতীয় ম্যাচে জিতে সিরিজে টিকে থাকে অস্ট্রেলিয়া, আজ রায়পুরে সমতা ফেরানোর সুযোগ পেয়েও পারেনি অজিরা।
এই ম্যাচে ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছেন দুই স্পিনার আক্সার প্যাটেল ও রবি বিশনয়। ব্যাট হাতে অবদান রেখেছেন রিংকু সিং, জিতেশ শর্মারা। সিরিজের শেষ ম্যাচে জিতে ব্যবধান আরও বাড়িয়ে নিতে চাইবে ভারত, অপরদিকে জয় নিয়ে দেশে ফিরতে চাইবে অজিরা।
ভারতের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন ট্রাভিস হেড, তবে এই বাঁহাতি ব্যাটসম্যান ১৬ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার ইনিংস আর গতি পায়নি। আর এতে বড় ভূমিকা রেখেছেন ভারতের স্পিনার যুগল। আক্সার ১৭ রান দিয়ে নেন তিন উইকেট, বিশনয় মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। শেষদিকে ম্যাথু ওয়েডের ২৩ বলে ৩৬ রান হারের ব্যবধান কমিয়েছে শুধু।
এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিং পাঠান অজি অধিনায়ক ওয়েড, দুই ওপেনার জয়সাওয়াল ও রুতুরাজ ৩০ এর ওপর রান করেন। সর্বোচ্চ ৪৬ রান এসেছেন রিংকু সিংয়ের ব্যাট থেকে, ১৯ বলে ৩৫ রান করেছেন জিতেশ শর্মা। অজিদের হয়ে তিনটি উইকেট শিকার করেন বেন দারশুয়িস, দুটি করে উইকেট নেন বেহেনড্রফ ও তানভীর সাঙহা।