ইউরো ২০২৪: মৃত্যুকূপে ইতালি-স্পেন, কোন গ্রুপে কারা
বিশ্বকাপের পর ইউরোকেই ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর হিসেবে বিবেচনা করা হয়। এমনকি প্রতিদ্বন্দ্বীতার ক্ষেত্রে অনেক সময় বিশ্বকাপকেও ছাড়িয়ে যাওয়ার উদাহরণ আছে ইউরোর। ২০২৪ সালের ইউরো শুরু হতে বাকি আর ছয় মাসের কিছু বেশি। তবে গতকালই হয়ে গেছে গ্রুপ পর্বের ড্র।
ইউরো ২০২৪ এর গ্রুপ পর্বে মৃত্যুকূপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, তাদের সঙ্গী হয়েছে স্পেন ও ক্রোয়েশিয়াও। স্বাগতিক জার্মানির গ্রুপে আছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।
দেখে নেওয়া যাক ইউরো ২০২৪ এর গ্রুপ পর্বে কোন দল মুখোমুখি হবে কার:
গ্রুপ এ- জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড।
গ্রুপ বি- স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া।
গ্রুপ সি- ইংল্যান্ড, সার্বিয়া, ডেনমার্ক, স্লোভেনিয়া।
গ্রুপ ডি- ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্লে-অফ জেতা দল।
গ্রুপ ই- বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফ জেতা দল।
গ্রুপ এফ- পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ জেতা দল।
১৪ জুন মিউনিখের আলিয়াঞ্জ এরেনায় জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ২৪ দলের ইউরো ২০২৪।