'মনে হচ্ছিল ম্যাচ হারলে আমিই কালপ্রিট হবো'
শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। স্বাগতিকদের শেষ ম্যাচ জয়ের নায়ক বাঁহাতি পেসার আর্শদীপ সিং। শেষ ওভারে জয়ের জন্য অজিদের দরকার ছিল ১০ রান, আর্শদীপ ওভার থেকে মাত্র তিন রান নিতে পেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
শেষ ওভারে দুর্দান্ত বল করা আর্শদীপ মনে করেছিলেন, এই ম্যাচে তার কারণেই হারতে পারে ভারত! শেষ ওভারে মাত্র তিন রান দেওয়া এই পেসার যে তার প্রথম তিন ওভারে দিয়েছেন ৩৭ রান।
আর এই রান দেওয়াই আর্শদীপ ওমন মনে হওয়ার কারণ। একে তো লক্ষ্য ছোট, তার ওপর অজিরা বেশ ভালোই এগোলচ্ছিল সেদিকে। শেষ দুই ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল অজিদের, মুকেশ কুমার ৭ রান দেওয়ার পর শেষ ওভারে আরশদ্বীপের হাতে ছিল ১০ রান।
কিন্তু শেষ ওভারের আগে পর্যন্তও এই বাঁহাতি পেসারের মনে হচ্ছিল, তিনিই বুঝি দলকে হারিয়ে দিলেন, '১৯ ওভার পর্যন্ত মনে হয়েছে যে আমার জন্যই ম্যাচটা হারতে হচ্ছে। কারণ আমি শুরুতে অনেক রান দিয়েছি। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে আরেকটি সুযোগ দিয়েছেন এবং আমার নিজের ওপর বিশ্বাস ছিল।'
শেষ ওভার করার আগে কী ভাবছিলেন তা জানালেন আর্শদীপ, 'তেমন কিছুই ভাবছিলাম না। সূর্য ভাই (অধিনায়ক) বলেছেন, যা হয় হবে।' শেষ পর্যন্ত অসাধারণ এক ওভার করে ভারতকে জয় এনে দিয়েছেন তিনি।