‘তাইজুল মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ’
টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি, ইনিংসে সেরা বোলিংয়ের মালিক। সাদা পোশাকে স্পিন আক্রমণে দেশের অন্যতম ভরসা বাঁহাতি এই স্পিনার। তবু বেশিরভাগ সময়ে আড়ালেই থেকে যান তাইজুল ইসলাম। অভিজ্ঞ এই স্পিনারকে নিয়ে মাতামাতি নেই সংবাদমাধ্যমে, ডাকা হয় না 'তারকা' বলেও। এসবে অবশ্য দৃষ্টিপাত করেন না তাইজুল, নিজের কাজ করে যান আপন মনে।
মানসিকভাবে শক্তিশালী হওয়ার কারণে তিনি ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যেতে পারেন বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। তারকা ক্রিকেটার আছে, এমন দলে খেলেন বলে তার ওপরে আলো থাকে না বলে মত তার। তবে নিজেদের মধ্যে তাইজুলকে নিয়ে অনেক কথা হয় বলে জানালেন লঙ্কান এই কোচ।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বল হাতে নেতৃত্ব দিয়েছেন ম্যাচসেরা তাইজুল। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৬ উইকেট। বরারবরের মতো এবারও তাকে নিয়ে তেমন আলোচনা নেই, ভাসানো হয়নি প্রশংসায়। ১৮৭ টেস্ট উইকেটের মালিক তাইজুলকে নিয়ে সেভাবে কথা হয় না কেন?
এমন প্রশ্নের উত্তরে যেন সংবাদমাধ্যমের 'দোষ' ধরতে চাইলেন হাথুরুসিংহে, 'সে যখন ভালো করে, তখন আপনারা সবাই তাকে নিয়ে কথা বলেন। তবে আমরা নিজেদের মধ্যে সব সময়ই তাকে নিয়ে অনেক কথা বলি। নিজের অনুশীলনের ব্যাপারে সে খুবই স্বচ্ছ ধারণা রাখে। কীভাবে নিজেকে প্রস্তুত করবে, এই ব্যাপারে সে সুনির্দিষ্ট। মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ সে।'
সাকিবের মতো তারকা ক্রিকেটারের সঙ্গে খেলেন বলে তাইজুলের পাদপ্রদীপে থাকা হয় না জানিয়ে হাথুরুসিংহে বলেন, 'বিশ্বমানের খেলোয়াড়ের সঙ্গে খেলে বলে তার ওপর সেভাবে আলো পড়ে না। বেশিরভাগ ম্যাচেই সাকিবের পার্শ্ব চরিত্র হিসেবে তাকে খেলতে হয়েছে। তার রেকর্ড অসাধারণ, প্রায় ২০০ উইকেট তার। সে খুবই ধারাবাহিক। এই টেস্ট ম্যাচে (সিলেট টেস্ট) দারুণ পরিপক্কতা দেখিয়েছে সে।'
তাইজুলের ধারাবাহিক পারফরম্যান্সের কৃতিত্ব অনেকটাই স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে দিলেন হাথুরুসিংহে। ৯ বছরে ৪৩ টেস্ট খেলা বাঁহাতি এই স্পিনার বাংলাদেশকে আরও অনেকদিন সেবা দেবে বলে বিশ্বাস প্রধান কোচের, 'তার সঙ্গে কৌশল নিয়ে অনেক ভালো কাজ করেছে রঙ্গনা হেরাথ। যেভাবে সে (হেরাথ) কিছু ব্যাটসম্যানকে তৈরি করেছে। আমার মনে হয়, সে দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটকে সেবা দিতে যাচ্ছে।'