টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আফিফ-সৌম্য
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ। আজ শুরু হতে তাদের মাঠের লড়াই। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
ম্যাচ টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসানের অবর্তমানে নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে। যদিও বৃষ্টির কারণে ঠিক সময়ে খেলা শুরু হওয়া নিয়ে শঙ্কা আছে, উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা শেষ ম্যাচ থেকে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। তিনজন পেসার নিয়ে খেলতে নেমেছে সফরকারীরা। একাদশে জায়গা হয়েছে ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়ের। আছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব। এই তিনজনের কেউই বিশ্বকাপের দলে ছিলেন না, গত সেপ্টেম্বরের পর খেলছেন তারা।
নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এর আগে ১৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। নিজেদের প্রিয় এই ফরম্যাটে কিউইদের হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি থাকলেও তাদের মাটিতে কখনও জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও মেলেনি জয়ের দেখা। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের একমাত্র জয় টেস্টে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম (রক্ষক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি এবং উইল ও'রোক।