চেন্নাইয়ে যোগ দেওয়ার অনুভূতি জানালেন মুস্তাফিজ
নিলামে চারজনের নাম থাকলেও সামনের আইপিএলে বাংলাদেশের কেউ সুযোগ পাবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা জেগেছিল। টুর্নামেন্টের সর্বশেষ কয়েক সংস্করণে বলার মতো পারফরম্যান্স ছিল না আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের।
জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা ভালো নয় বাংলাদেশি ক্রিকেটারদের। বিশ্বকাপে বড় রকমের ব্যর্থ হয়েছেন তারা। তবে নিলামে না দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দল পেয়েছেন শুধু মুস্তাফিজ।
বাঁহাতি এই পেসারকে তার ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে এটি মুস্তাফিজের পঞ্চম দল।
চেন্নাই তাকে কিনে নেওয়ার তিন দিন পর নিজের অনুভূতি জানিয়েছেন বাংলাদেশি এই পেসার। তার অনুভূতি প্রকাশের ভিডিও আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে চেন্নাই।
চেন্নাই পরিবারের সদস্য হতে পেরে দারুণ উচ্ছ্বসিত মুস্তাফিজ, তাকে নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন চেন্নাইকে। ২৮ বছর বয়সী এই পেসার বলেছেন, 'আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান। সিএসকে পরিবারকে ধন্যবাদ, আমাকে সিএসকে পরিবারের সদস্য বানানোর জন্য। সিএসকে পরিবারের সদস্য হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। খুব শিগগিরই দেখা হচ্ছে।'
ধোনির দল চেন্নাইয়ে যোগ দেওয়ার আগে মুস্তাফিজ আইপিএলে খেলেছেন দিল্লি, রাজস্থান, মুম্বাই ও হায়দরাবাদের হয়ে। ২০১৬ সালে নিজের প্রথম আইপিএলেই হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। সেবার তার দল হায়দরাবাদ চ্যাম্পিয়নও হয়েছিল।